23ºc, Haze
Wednesday, 1st February, 2023 2:36 am
আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আধুনিক চিনের কারিগর জিয়াং জেমিন। বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর প্রয়াণের খবর দিয়েছে জিনহুয়া। জিয়াং জেমিনের প্রয়াণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, আমাদের প্রিয় নেতা জিয়াং জেমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জেমিন লিউকোমিয়া ভুগছিলেন। সেই সঙ্গে তাঁর ছিল একাধিক শারীরিক সমস্যা। জিয়াং জেমিনের প্রয়াণে চিনা কমিউনিস্ট পার্টিতে তৈরি হল এক শূন্যতা। দেশ ও দলের প্রতি তাঁর অবদান চিরকাল স্মরণে থাকবে।
কারখানার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে কমিউনিস্ট পার্টির শীর্ষপদে তাঁর আসীন হওয়া যে কোনও উপন্যাসকে হার মানায়। কলেজে পড়তে পড়তে চিনা কমিউনিস্ট পার্টিতে তিনি যোগ দেন। দলে বাকিদের থেকে তাঁর গ্রহণযোগ্যতা ছিল সব থেকে বেশি। তাই, সাধারণ এক সদস্য থেকে তিনি খুব কম সময়ের মধ্যে পার্টির শীর্ষপদে আসীন হন। দেং জিয়াওপিংয়ের আদর্শে বিশ্বাসী ছিলেন। সমাজতন্ত্রের এক নতুন ধারণার জন্ম দেন এই জিয়াওপিংয়ের ভাবশিষ্য। চিনের আর্থিক উন্নতি শুরু হয় তাঁর সময় থেকে। পরবর্তীকালে তাঁর সেই দর্শনকে বহন করে এগিয়ে নিয়ে যান চিনের বর্তমান প্রেসিডেন্ট শি।
তাঁর আমলেই ঘটেছিল তিয়ানানমেন বিক্ষোভ। সেই বিক্ষোভ দমন করতে পুলিশ গুলি চালায়। সেটা ১৯৮৯ সালের ঘটনা। ওই ঘটনার পর কমিউনিস্ট পার্টিতে বড় ধরনের রদবদল করেন জিয়াং জেমিন। পার্টির বেশ কয়েকজনকে শীর্ষনেতাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি সাসপেন্ডও করেন।
আরও পড়ুন কোভিড বিধি প্রত্যাহারের দাবিতে উত্তাল চিন