-273ºc,
Friday, 9th June, 2023 3:09 am
নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিংয়ের গ্রেফতারির চেষ্টার প্রতিবাদে গত রবিবারই ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছিল খলিস্তানি সমর্থকরা। বুধবার ফের বিক্ষোভ দেখাতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন খলিস্তানি সমর্থকরা। কিন্তু পুলিশির বাধার ফলে দূতাবাসের ধারেকাছে ঘেঁতে পারেননি বিক্ষোভকারীরা। দূতাবাসের কয়েক গজ দূরে দাঁড়িয়ে পতাকা নাড়িয়ে বিক্ষোভ দেখিয়ে ক্ষান্ত থাকতে হলো তাঁদের।
এদিন সকালেই দিল্লিতে ব্রিটিশ দূতাবাসের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নিয়েছিল দিল্লি পুলিশ। আর তার পরেই লন্ডনে ভারতীয় দূতাবাস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছিল লন্ডন পুলিশ। নতুন করে বসানো হয়েছিল নিরাপত্তা ব্যারিকেড। বাড়তি পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছিল। সেই নিরাপত্তার বলয় ভেঙে মাছি গলারও জো ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লন্ডনের অল্ডউইচে ভারতের দূতাবাস ‘ভারত ভবন’ ঘিরে রয়েছে পুলিশ কর্মীরা। আর ভারতীয় দূতাবাসের অদূরে দাঁড়িয়ে খলিস্তানি পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। আর বিক্ষোভকারীদের ব্যারিকেড না টপকানোর জন্য হুঁশিয়ারি দিচ্ছেন লন্ডন পুলিশের আধিকারিকরা।
ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, এদিন বিক্ষোভের ফলে দূতাবাসের কাজকর্মে কোনও বিঘ্ন ঘটেনি। স্বাভাবিক কাজকর্মই হয়েছে। তবে বার বার যেভাবে খলিস্তানিরা দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাতে জড়ো হচ্ছেন তাতে অজানা আশঙ্কায় ভুগছেন দূতাবাসের কর্মী-আধিকারিকরা। দিল্লিতে বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রতিমুহুর্তেই যোগাযোগ রাখা হচ্ছে।