-273ºc,
Friday, 2nd June, 2023 4:02 am
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ফেসবুক প্রতিষ্ঠাতা তথা মেটার সিইও মার্ক জুকারবার্গের। ব্যবসা ক্রমশ তলানির দিকে। উল্টে কর্মীদের গণহারে ছাঁটাই করে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে পড়েছেন। তার মধ্যেই অবশ্য সুখবর। ফেসবুক প্রতিষ্ঠাতার ঘরে এলো লক্ষ্মী। তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন তিনি। শুক্রবার নিজের একরত্তি ফুটফুটে সন্তানের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন জুকারবার্গ। আর তৃতীয়বার বাবা হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার সিইওকে শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে গিয়েছে।
২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেই প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম আলাপ হয় মার্ক জুকারবার্গের। দীর্ঘ নয় বছর প্রেম শেষে নতুন জীবন শুরু করেন দুজনে। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয়বার বাবা হতে চলার খবর আগাম জানিয়েছিলেন মার্ক জুকারবার্গ। ইনস্টাগ্রাম পোষ্টে তৃতীয় সন্তানের কথা জানিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা লিখেছিলেন, অনেক ভালবাসা, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে ম্যাক্স এবং অগাস্ট আগামী বছর নতুন বোনকে পাচ্ছে। গত জানুয়ারি মাসে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছিলেন।
শুক্রবার ফেসবুকে স্ত্রী প্রিসিলা চ্যান ও সদ্যোজাত কন্যা সন্তানের দুটি ছবি পোস্ট করেছেন জুকারবার্গ। পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বে তোমাকে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য আশির্বাদ।’ ঝড়ের বেগেই ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।