এই মুহূর্তে




Microsoft Layoff: এক ধাক্কায় কাজ হারাচ্ছেন ৯,১০০ কর্মী




নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না। বিশ্বের একাধিক বিখ্যাত প্রযুক্তি সংস্থা কোভিড কালের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। আর বলা নেই-কওয়া নেই কর্মীদের গলাধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়ানোর তালিকায় শীর্ষে রয়েছে বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট। মার্কিন বহুজাতিক সংস্থাটি মুনাফার লোভে ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় সংস্থার চার শতাংশের মতো (প্রায় ৯ হাজার ১০০ জন) কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরাতে চলেছে। বুধবার (২ জুলাই) এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘সিয়াটেল টাইমস’। যদিও কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মুখ খোলেননি মাইক্রোসফটের মুখপাত্র।

‘সিয়াটেল টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী ‘গত মে মাসেই বিভিন্ন বিভাগের প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়েছিল মাইক্রোসফট। গত বছরেও বেশ কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছিল বিল গেটসের সংস্থা। সেই কর্মী ছাঁটাইয়ের পরে

২০২৪ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছিল ২,২৮,০০০। বর্তমানে সংস্থায় কর্মরত ৯ হাজার ১০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তথ্য–প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাটি। মূলত বিক্রয় বিভাগে (সেলস) যারা কর্মরত রয়েছেন, তাঁদের উপরেই ছাঁটাইয়ের খড়গ নেমে আসতে চলেছে।’

গত জুন মাসেই ‘ব্লুমবার্গ নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছিল, ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মাইক্রোসফট। অর্থনৈতিক অনিশ্চয়তা কাটাতে এবং ব্যয় সঙ্কোচনের জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে সংস্থার শীর্ষ কর্তারা। কোভিডের পরে অ্যামাজন, আইবি্এম সহ একাধিক সংস্থা হাজার-হাজার কর্মী ছাঁটাই করেছে। যদিও তার পরেও সংস্থাগুলির আর্থিক হাল তেমন ফেরেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবাহী বাসে ফের হামলা, গুলিতে ঝাঁঝরা তিন কাওয়ালি শিল্পী

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ