24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:39 am
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আচমকাই ইস্তফা দিলেন জেসিন্ডা আর্ডান। তার এই ঘোষণায় বিস্মিত দেশবাসী। বিদায়ী প্রধানমন্ত্রী বলেছেন, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
দেশবাসীকে তিনি যে বার্তা দিয়েছেন, তা বেশ আবেগমথিত। বিদায়ী প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, রাজনীতিবিদেরাও মানুষ। একজন নেতা হিসেবে আমার যা দেওয়ার সামর্থ্য ছিল আমি তা দিয়েছি। আর সব ক্ষেত্রেই থেমে যেতে হয়। তাই, আমিও রাজনীতিতে ইতি টানলাম। প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আর্ডেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সাধারণ নির্বাচন ১৪ অক্টোবর।
জেসিন্ডা আর্ডানের ইস্তফা ঘোষণায় নিউজিল্যান্ডবাসী যেমন বিস্মিত, বিস্মিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট – তামাম নিউজিল্য়ান্ড এবং সে দেশের নাগরিকদের যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছিলেন জেসিন্ডা। দীর্ঘ কয়েক দশক বাদে বিশ্ব পেয়েছিল এক মহিলা নেতৃত্বকে যিনি অত্যন্ত যোগ্য। এবং দক্ষতার সঙ্গে দেশ শাসন করেছিলেন। দেশ শাসনের দায়িত্বভার গ্রহণের খুব কম সময়ের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
জানা গিয়েছে, জেসিন্ডা আর্ডানের আচমকা ইস্তফা দেওয়ায় তাঁর দল লেবার পার্টিও বিস্মিত। রবিবার তারা জরুরী বৈঠক ডেকেছে। কাকে জেসিন্ডা আর্ডানের স্থলাভিষিক্ত করা হবে, সে বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক। জানা গিয়েছে, কুর্সির দৌড়ে এগিয়ে রয়েছে চারজন। এই চার হলেন ক্রিপস হিপকিংস, কিরি অ্যালান, মাইকেল উড, নানাইয়া মাহুতা। প্রত্যেকেই জনপ্রিয়।
আরও পড়ুন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে খুনের হুমকি