এই মুহূর্তে




সিগনাল মানে না গাড়ি! চাপের মুখে মাস্কের রোবোট্যাক্সি




পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের বহু প্রতীক্ষিত ‘রোবোট্যাক্সি’ (Robotaxi) প্রকল্প সম্প্রতি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কের মুখে পড়েছে । প্রায় এক দশক আগে ঘোষিত এই স্বয়ংক্রিয় ট্যাক্সি পরিষেবা সম্প্রতি পাইলট প্রকল্প হিসেবে অস্টিনে চালু হয়েছে। তবে চালু হওয়ার প্রথম দিনেই Tesla-র এই ড্রাইভারলেস রোবোট্যাক্সি একের পর এক ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (NHTSA)।

প্রথমেই জেনে নেওয়া যাক, রোবোট্যাক্সি আসলে কী?

রোবোট্যাক্সি একটি অটোনোমাস রাইড-হেইলিং সার্ভিস, যা সাধারণ ট্যাক্সি পরিষেবার মতোই। তবে এখানে চালক নেই। Tesla-র জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি Model Y-এর উপর ভিত্তি করে তৈরি এই রোবোট্যাক্সি, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে। ব্যবহারকারীরা রোবোট্যাক্সি অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করলে, এটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাত্রীকে নিয়ে নির্ধারিত গন্তব্যে নামিয়ে দেবে , সম্পূর্ণ চালকবিহীনভাবে।

তবে এই স্বপ্নের মতো প্রকল্পের শুরুতেই দেখা দিয়েছে বিপত্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোবোট্যাক্সিগুলি প্রথম দিনেই অস্টিনের রাস্তায় অধিকাংশ ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে। NHTSA-এর জানানো হয়েছে , তারা এই ঘটনার বিষয়ে অবগত এবং Tesla-র সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত চালাচ্ছে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাস্তাঘাটের নিরাপত্তার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না এবং তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে যে অভিযোগগুলি উঠেছে, তার মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল অমান্য করা, নির্ধারিত লেনের বাইরে যাওয়া, অযথা রাস্তা আটকে রাখা এবং পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটানো। যা রাস্তায় অন্য যানবাহন এবং পথচারীদের জন্যও বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, Tesla-র সম্পূর্ণ অটোনোমাস প্রযুক্তি এখনো নিখুঁত নয়, তাই এমন ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।NHTSA-র এই তদন্ত শুধুমাত্র Tesla-র জন্য নয়, বরং গোটা স্বয়ংক্রিয় যানবাহন শিল্পের জন্যই গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কারণ রাস্তায় অটোনোমাস যানবাহনের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে, তা দূর করতে হলে নির্মাতাদের আরও দায়িত্ববান হতে হবে।

অন্যদিকে, Tesla অবশ্য বলেছে, তারা সর্বোচ্চ সতর্কতা এবং রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা NHTSA-র সঙ্গে সবরকম সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে।

সুতরাং অবিলম্বে বলা যেতে পারে, রোবোট্যাক্সির এই ট্রাফিক নিয়ম ভঙ্গের ঘটনা প্রমাণ করছে, প্রযুক্তি যতই অগ্রসর হোক না কেন, মানবিক তত্ত্বাবধান এবং কঠোর নিয়ন্ত্রক নজরদারি ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

Apple প্রেমীদের জন্য বড় চমক, আসছে পাতলা ও অত্যাধুনিক iPhone 17 Air!

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে এল ভারতের এই সংস্থা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ