28ºc, Haze
Friday, 24th March, 2023 8:32 pm
নিজস্ব প্রতিনিধি, লাহোর: ইসলামাবাদের জেলা আদালতে হাজিরা দিতে যাওয়ার পরেই ইমরান খানের বাড়িতে হামলা চালাল লাহোর পুলিশের বিশাল দল। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেছে উর্দিধারী সরকারি গুন্ডারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আদালতে যাওয়ার পথেই বাড়িতে পুলিশের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘উচ্চ আদালত জামিন দেওয়া সত্বেও পুলিশ লাহোরের জামান পার্কের হানা দিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করতে শুরু করেছে। বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। জানিনা, সুরক্ষিত থাকবেন কিনা।’
গতকাল শুক্রবারই ইসলামাবাদ ও লাহোরে দায়ের হওয়া ৯ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন লাহোর হাইকোর্ট। গ্রেফতারির উপরে শনিবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। দুই ক্ষেত্রেই শর্ত ছিল, এদিন ইসলামাবাদ জেলা আদালতে হাজিরা দিতে হবে পিটিআই চেয়ারম্যানকে।
সেই শর্ত মানতে এদিন দুপুরে লাহোরের জামান পার্কের বাড়ি থেকে ইসলামাবাদ জেলা আদালতের উদ্দেশে রওনা হন ইমরান। আর তাঁর রওনা হওয়ার খানিকবাদেই হানা দেয় পুলিশ। দরজা ভেঙে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। আদালতে যাওয়ার পথে বাড়িতে হামলা চলার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পরেন ইমরান। আইনজীবীদের সঙ্গেও কথা বলেন তিনি। যদিও অভিযান চালানোর উপরে নিষেধাজ্ঞা থাকা সত্বেও কেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হলো, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি লাহোর পুলিশের শীর্ষ আধিকারিকরা।