31ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:09 pm
আন্তর্জাতিক ডেস্ক: কোভিডের কড়া বিধি প্রত্যাহারের দাবিতে উত্তাল চিন। এএফপি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা প্রতিবেদন অনুসারে, শনিবার রাত থেকে চিনের নানা প্রান্তে মানুষ লকডাউন ভেঙে রাস্তা নেমে প্রতিবাদ দেখায়। টুইটার-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্য়মে ভাইরাল সেই প্রতিবাদের ছবি। চিনের নানা প্রান্তে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় সরকার সে দেশে নতুন করে বিধিনিষেধ জারি করেছে। বিধিনিষেধ এতটাই কড়াকড়ি যে চিনবাসী কার্যত দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে রয়েছে। পরিস্থিতি আরও ঘোরাল করে তুলেছে সাম্প্রতিক একটি দুর্ঘটনা। চিনের একটি বহুতলে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দশজন। আগুন লাগলেও বাসিন্দাদের বাইরে আসার কোনও উপায় ছিল না। কারণ, লকডাউন।
শনিবার রাতে চিনের সাংহাইয়ের বাসিন্দারা লকডাউন ভেঙে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করে। শনিবার রাতে শুরু হওয়া বিক্ষোভ গড়ায় রবিবার সকালে। বিক্ষোভ সামাল দিতে সাংহাইয়ে রয়েছে বিশাল পুলিশবাহিনী। তারা কার্যত হাত গুটিয়ে বসে। লাঠি-চার্জ বা গুলি করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এই আশঙ্কায় পুলিশ রীতিমতো গুটিয়ে রয়েছে।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৫ হাজারের ঘর। কড়া বিধিনিষেধ থাকার পরেও কী করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটাই চিন প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। আগামীদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের{
আরও পড়ুন করোনায় একদিনে আক্রান্ত ২৮ হাজার, ফের লকডাউনের পথে এই দেশ