27ºc, Haze
Friday, 24th March, 2023 9:56 pm
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০০। এরা সকলেই পুলিশকর্মী। ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। সংখ্যগরিষ্ঠের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা । সংখ্যাগরিষ্ঠের শরীরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জ্বলে গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাক-তালিবান।
বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। সেখানে এখনও অ্যাম্বুল্যান্সের আসা-যাওয়া অব্যাহত। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তুপের নীচে যারা চাপা পড়েছেন, তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন সকালে ধ্বংসস্তুপের নীচ থেকে নয়জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তুপের নীচে আর কোনও দেহ পড়ে নেই। বলা হচ্ছে, সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বুকে এত বডো হামলা হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। শেহবাজ বলেন, তালিবানরা দেশ অশান্ত করে তোলার চেষ্টা করছে। তাই, ইচ্ছাকৃতভাবে পুলিশকে সন্ত্রাসের নিশানা করা হয়েছে। সরকার এই অপশক্তির কাছে মাথা নোয়াবে না। লড়াই চলবে।
পেশাওয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান জানিয়েছেন, ঘটনার সময় মসজিদে তিনশো থেকে চারশো পুলিশকর্মী উপস্থিত ছিলেন। মসজিদে গিয়েছিলে নমাজ পড়তে। একসঙ্গে এতজন পুলিশকর্মীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন এক সঙ্গে ৬০টি রকেট হামলা, ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কিয়েভ