এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে ইতিমধ্যেই East West Metro’র পরিষেবা চালু হয়ে গিয়েছে। একদিকে এই পরিষেবা মিলছে Sealdah থেকে Sector 5, অন্যদিকে মিলছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত। কিন্তু এখনও এই রুটে Sealdah থেকে ধর্মতলা বা Esplanade পর্যন্ত অংশে পরিষেবা চালু হয়নি। কেননা এই অংশে সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হয়ে গেলেও আরও অনেক বেশ কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। তাই মনে করা হচ্ছে, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে East West Metro’র সম্পূর্ণ রুটে অর্থাৎ হাওড়া ময়দান থেকে Sector 5 পর্যন্ত পরিষেবা মিলবে। এই মেট্রো রেলের নির্মাণের সময় মধ্য কলকাতার বউবাজার এলাকার বিপর্যয়ের কথা কারোর আর অজানা নয়। ঘটনাচক্রে গতকাল থেকেই সেই মধ্য কলকাতারই চাঁদনি চক এলাকায় হিন্দ সিনেমার কাছে নতুন করে খননকাজ শুরু করেছে এই প্রকল্পের নির্মাণকারী সংস্থা। আর তার জেরেই গোটা এলাকার বাসিন্দারা এখন রীতিমত ভয়ে সিঁটিয়ে আছেন।

জানা গিয়েছে, East West Metro’র সম্পূর্ণ রুটে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে Sealdah থেকে Esplanade পর্যন্ত অংশে পূর্ব এবং পশ্চিমমুখী সুড়ঙ্গের মধ্যে নির্দিষ্ট সংখ্যক সংযোগকারী পথ তৈরি করার কথা। আপাতকালীন পরিস্থিতিতে যাত্রীদের একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে পাশের সুড়ঙ্গে নিয়ে যাওয়ার জন্য ওই পথের নির্মাণ জরুরি। দীর্ঘ সময় অপেক্ষার পরে অবশেষে চাঁদনি চক এলাকায় হিন্দ সিনেমার কাছে এমনই একটি সংযোগকারী পথ বা ক্রস প্যাসেজ নির্মাণের কাজে সোমবার থেকে হাত দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ভূগর্ভে ৫বি নম্বরের ওই সংযোগকারী পথ বা Cross Passage’র নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার কথা চলতি মাসেই। শুরুর দিকে এই অংশে প্রতি ২৫০ মিটারের ব্যবধানে ৮টি এই ধরনের Cross Passage তৈরির পরিকল্পনা হয়েছিল। সেই মতো কাজও শুরু হয়েছিল। কিন্তু ৪টি Cross Passage তৈরির পরে পরেই বছর তিনেক আগে বৌবাজারের কাছে একটি সংযোগ রক্ষাকারী সুড়ঙ্গ তৈরি করার সময়ে বিপত্তি দেখা দেয়।

এর পরেই বৌবাজার এলাকায় মাটির বিশেষ ধরনের চরিত্রের কথা মাথায় রেখে মেট্রোর নির্মাণ সংস্থা তিনটি সংযোগকারী পথ বা Cross Passage তৈরির পরিকল্পনা বাতিল করে। বদলে বৌবাজারে একটি আপৎকালীন বেরোনোর পথ তৈরির পরিকল্পনা নেয়। সেই মতো বৌবাজারে ওই বেরোনোর পথ তৈরির কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি, এই সংযোগকারী সুড়ঙ্গ তৈরির কাজও দীর্ঘদিন থমকে ছিল। মেট্রো কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে ওই কাজ সম্পূর্ণ করতে চান। তবে, অনুকূল মাটির সন্ধান পেতে ওই সুড়ঙ্গের আসল অবস্থান সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রায় ১১০ মিটার সরে গিয়ে হিন্দ সিনেমার কাছে সেটি তৈরি হচ্ছে। এই কাজের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই এলাকার একটি ব্যবসায়িক বহুতল ফাঁকা করে দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। নতুন করে বিপত্তি এড়াতে এখন অত্যন্ত সাবধানে পা ফেলতে চান তাঁরা। কিন্তু তারপরেও বউবাজারের কথা ভেবে এখন ভয়ে সিঁটিয়ে আছেন ওই এলাকার বাসিন্দারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এপ্রিলে মমতার বাংলায় GST আদায় বাড়ল ১৩ শতাংশ

সাতসকালে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর