এই মুহূর্তে




কী কাণ্ড! স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে দুধ স্নান করলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি: এ কি কাণ্ড! স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ স্নান করলেন স্বামী। হ্যাঁ, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে। যেখানে এক গৃহবধূর বিরুদ্ধে এলাকার যুবকের সঙ্গে পরকীয়ার অভিযোগ এনেছেন তাঁর স্বামী। প্রায় ১০ বছরের বিবাহিত সম্পর্ক তাঁদের। দুই পুত্রসন্তানও রয়েছে, একজনের ১০ বছর বয়স ও অন্যজনের ৪ বছর বয়স। পূর্ণ সংসার থাকতেও এলাকার এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন ওই মহিলা। এর আগেও এই নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে তাদের। ওই যুবকের সঙ্গে একাধিকবার পালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আবারও ফিরে আসেন।

গতকাল রবিবার রাতে এই নিয়ে গ্রামের মানুষের উপস্থিতিতে একটি সালিশী সভা বসায় মহিলা ও তাঁর প্রেমিকের পরিবার। সেখানেই স্ত্রী জানিয়ে দেন, তিনি আর স্বামীর ঘর করবেন না। স্বামীর সঙ্গে ফিরতে নারাজ ছিলেন তিনি। প্রেমিকের সঙ্গেই থাকতে চান। এরপরেই তাঁর স্বামী স্বেচ্ছায় স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। সঙ্গে দুই শিশুকে আগলে নিয়ে দুধস্নান করে স্ত্রীর মায়া ত্যাগ করেন। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রজত চন্দ্র রায় জানিয়েছেন, এলাকার এক বধূর পরকীয়া সম্পর্ক নিয়ে ঝামেলা বাঁধার কারণে একটি সালিশি সভা বসেছিল গ্রামে। সেখানে ওই বধূ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি স্বামীর সঙ্গে ঘর করবেন না। প্রেমিকের সঙ্গে থাকবেন। আর মহিলার প্রেমিকও ওই মহিলাকে নিয়ে থাকতে চান।

তখনই তাঁর স্বামী আর কী বলবেন ভেবে না পেয়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। এবং দুধস্নান করে স্ত্রীর মায়া ত্যাগ করেন। তবে এমন ঘটনা প্রথম নয়, এর আগেও বহুবার হয়েছে। কখনও স্ত্রীকে তালাক দিয়ে দুধস্নান করেছেন স্বামী আবার কখনও স্ত্রীর মৃত্যুর পর তাঁকে কবর দিয়ে দুধস্নান করেছেন স্বামী। এমন উদাহরন এর আগে অনেক পাওয়া গিয়েছে। আগে বাংলাদেশী আলোচিত সমালোচিত ইউটিউবার হিরো আলমও তাঁর তৃতীয় স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার পর জনসমক্ষে দুধস্নান করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকেও মুক্তি দিল NIA

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ