আন্তর্জাতিক ডেস্ক: মাথার খুলির পরে এবার জর্জিয়া থেকে উদ্ধার হল ১৮ লাখ বছর আগের আদি প্রজাতির মানুষের দাঁত। গত সপ্তাহে জর্জিয়ার রাজধানী তিবিলিসি (Tbilisi) থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওরোজমানি (Orozmani) গ্রামে ওই দাঁতটি আবিষ্কৃত হয়। আফ্রিকার বাইরে আবিষ্কৃত মানুষের আদি প্রজাতির হোমিনিডের (hominids) সবচেয়ে পুরনো চিহ্ন বলে দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা (Archeologists)।
ইতিহাসের সন্ধানে জর্জিয়ার জাতীয় জাদুঘরের (Georgian National Museum) প্রত্নতত্ত্ববিদ জিওর্জি কোপালিয়ানির (Giorgi Kopaliani) নেতৃত্বে ২০১৯ সালে তিবিলিসি (Tbilisi) থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরোজমানি (Orozmani) গ্রামে খোঁড়াখুঁড়ি শুরু হয়। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেই খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেওয়া হয়। মারণ ভাইরাস নিয়ন্ত্রণে আসার পরে ফের গত বছর অসমাপ্ত খননকার্য শুরু হয়। গত সপ্তাহেই একটি দাঁত উঠে আসে। কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যানিং ও ইউরেনিয়াম-সিরিজ ডেটিংয়ের মাধ্যমে গবেষকরা উদ্ধার হওয়া দাঁতের বয়স নির্ণয় করতে সমর্থ হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, যে গ্রাম থেকে ১৮ লাখ বছর আগের মানুষের দাঁত উদ্ধার হয়েছে সেই ওরোজমানি (Orozmani) দমনিসির (Dmanisi) কাছাকাছি অবস্থিত। কয়েক বছর আগে দমনিসিতে (Dmanisi) ১৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয়েছিল। খননকার্যের নেতৃত্বে থাকা জর্জিয়ার জাতীয় জাদুঘরের (Georgian National Museum) প্রত্নতত্ত্ববিদ জিওর্জি কোপালিয়ানি (Giorgi Kopaliani) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘উদ্ধার হওয়া দাঁতটি কত পুরনো তা নিয়ে প্রথমে আমরা কোনও অনুমান করতে পারিনি। পরে জীবাশ্মবিদদের সঙ্গে যোগাযোগ করি। পরীক্ষা করে তাঁরা জানান, এটি হোমিনিডের দাঁত ছিল।’