নিজস্ব প্রতিনিধি: কঠোর বিধি থাকলেও সেই নিয়ম বারবার লঙ্ঘন হয়েছে যাত্রীবাহী প্লেনে। শৌচাগারে ধূমপান, ক্রুদের মারধর বা মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব-বাদ থাকেনি কিছুই। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা এক যাত্রীর বিরুদ্ধে। কেবিন ক্রু’র অনিচ্ছা সত্ত্বেও তাঁকে জোর করে চুমু খেয়েছেন ওই যাত্রী।
গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল ওই প্লেন (FLIGHT)। জানা গিয়েছে, ওই বিমান ডেল্টা এয়ারলাইন্সের। অভিযুক্ত ৬১ বছরের এক ব্যক্তি। তিনি প্রথম শ্রেণির যাত্রী। তাঁর নাম, ডেভিড এলন বার্ক।
এয়ারলাইন্সের অভিযোগ, পরপর ‘ড্রিঙ্কস’ নিয়েছিলেন ওই ব্যক্তি। আর তারপরেই এমন জঘন্য কাজ করেছেন। ওই পুরুষ কেবিন ক্রু’র অভিযোগ, অভিযুক্ত প্রথমে তাঁর শারীরিক সৌন্দর্যের প্রশংসা করছিলেন। আর তারপরেই বার বার বারণ করা সত্ত্বেও জোর করে ক্রু’র ঘাড়ে জোর করে চুমু খান ওই যাত্রী। জানা গিয়েছে, ওই প্লেন আলাস্কায় পৌঁছনো মাত্র ক্রু অভিযোগ জানিয়েছেন কর্তৃপক্ষে। যদিও অভিযুক্ত বিষয়টি অস্বীকার করেছেন।
অভিযুক্তের বিরুদ্ধে আরও অভিযোগ, অন্যান্য কেবিন ক্রুকে হেনস্তা করার এবং প্লেনের বাসন ভাঙার। আর অভিযুক্ত কী বলছেন? মদ্যপ অবস্থায় তিনি কী করেছেন, তাঁর মনে নেই।