28ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:41 am
নিজস্ব প্রতিনিধি, ভোপাল (মধ্যপ্রদেশ): ভাইঝির মৃত্যুশোক সহ্য করতে না পেরে কাকা চিতায় (burning pyre) ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মাঝগাঁও গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভাইঝি জ্যোতি দাগাকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন তাঁর কাকা করণ। গত শুক্রবার আচমকাই জ্যোতি দাগা (Jyoti Daga)অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোক তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জ্যোতিকে (Jyoti Daga)সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তাদের চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন জ্যোতি। সেদিন জ্যোতির ( burning pyre)শেষকৃত্য সম্পন্ন হয়।
দাহকার্যের পর জ্যোতির পরিবার এবং গ্রামের অন্যান্য বাসিন্দা ঘরে ফিরে যান। জ্যোতির জ্বলন্ত চিতার সামনে হাজির হন তাঁর কাকা (uncle) করণ। আচমকাই তিনি চিতায় লাফ মারেন। চিতার আগুন তখনও দাউদাউ করে জ্বলছে। শ্মশানঘাটের কর্মীরা ওই ঘটনায় রীতিমতো চমকে ওঠে। জ্বলন্ত চিতা ( burning pyre)থেকে করণকে তারা নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালায়। কোনওক্রমে নামিয়ে এনে নিকটবর্তী হাসপাতালে তাঁকে ভর্তি করাতে গেলে চিকিৎসকেরা করণকে মৃত ঘোষণা করেন।
গ্রামপ্রধান ভরত সিং ঘোষি জানিয়েছেন, রবিবার সকালে জ্যোতির কাকা করণের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। একদিনের মধ্যে বাড়ির দুই সদস্য চলে যাওয়ায় পরিবার রীতিমতো শোকে মূহ্যমান।
আরও পড়ুন Mexico: উদ্বোধন করতে গিয়ে ভাঙল সেতু, এপাং-ওপাং ঝপাং নর্দমায়