27ºc, Haze
Friday, 24th March, 2023 9:44 pm
নিজস্ব প্রতিনিধি: অর্থই কি জীবনের সব সুখ এনে দিতে পারে? বিপুল সম্পদের মালিক হলেই কি সব সুখ মেলে? নাকি অন্য কিছুর প্রয়োজন আছে জীবনে? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের সঠিক সন্ধান দিতে ব্যর্থ হয়েছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজবিজ্ঞানীরা। ফলে অর্থ আর সুখ নিয়ে বিতর্কের অবসান ঘটেনি। কিন্তু দীর্ঘ গবেষণার পরে ওই বিতর্কের উত্তর খুঁজে বের করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের দাবি, ‘ অর্থই জীবনে সুখ এনে দিতে পারে।’
মুরগি আগে নাকি ডিম আগে তা নিয়ে যেমন আবহমান কাল ধরে বিতর্ক চলে আসছিল, তেমনই অর্থ-ই জীবনের সব সুখ এনে দিতে পারে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। মার্কিন লেখিকা গ্রেটচেন রুবিন তাঁর ‘দ্য হ্যাপিনেস প্রজেক্ট’ বইতে লিখেছেন, ‘অর্থ সুখ কিনতে পারে না। তবে অর্থ ব্যয় করে আপনি যে অসংখ্য জিনিস কেনেন, তা আপনার সুখের ওপর ব্যাপক প্রভাব ফেলে।’ একই কথা শোনা গিয়েছে হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক ও ‘হ্যাপি মানি: দ্য সায়েন্স অব স্মার্টার স্পেনডিং’ বইয়ের সহলেখক মাইকেল নরটনের গলাতেও। তাঁর বক্তব্য, ‘আসলে সুখকে পাশে রেখে আমরা অর্থ দিয়ে কিছু কিনি না। বরং আমরা আমাদের সুখকে পণ্যের মধ্যে স্থানান্তর করতেই অর্থ ব্যয় করি।’
‘ওয়াশিংটন পোস্ট’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ সুখ এনে দিতে পারে কিনা তা নিয়ে গবেষণা চালিয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ দানিয়েল কানহেম্যান। মার্কিন মুলুকের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১৮ থেকে ৬৫ বছরের ৩৩ হাজার ৩৯১ জনের মতামত সংগ্রহ করা হয়েছিল। যাদের মতামত সংগ্রহ করা হয়েছে তাঁদের পরিবারের বাৎসরিক আয় কমপক্ষে ১০ হাজার ডলার। তাছাড়া বার্ষিক ৫ লক্ষ ডলার আয় এমন মানুষের মতামতও সংগ্রহ করা হয়েছিল। আর তাতেই উঠে এসেছে, সুখের পিছনে অর্থ অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। টাকা থাকলে সুখ কেনা যায়, সুখি হওয়া যায়।