এই মুহূর্তে




চন্দননগর নয়, তবে কোথা থেকে হয়েছে বাংলার জগদ্ধাত্রী পুজোর সূচনা ?




পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়কথাতেই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর বারো মাসে তেরো পার্বণের মধ্যে বছরে তিনবারই পরমাপ্রকৃতি দেবী ভগবতী-দুর্গার পুজো হয়। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে, রাজা সুরথ বসন্তকালে বাসন্তীদুর্গার পুজো করেছিলেন। অপর দিকে রামায়ণে রামচন্দ্র শরৎকালে দেবীর অকালবোধন করেছিলেন। এছাড়া আরও একবার দেবী ভগবতী জগদ্ধাত্রীরূপে ভক্তদের পুজো নিতে মর্ত্যে আসেন। তবে এই জগদ্ধাত্রী রূপে দেবী হলেন চতুর্ভুজা। তাঁর চার হাতের উপরের দুটোয় থাকে চক্র ও শঙ্খ এবং নীচের দুটোতে পঞ্চবাণ ও ধনুক।  কথিত আছে , ত্রেতা যুগের সূচনায় করীন্দ্রাসুর নামে এক হস্তীরূপী অসুরকে বধ করবার জন্য দুর্গার মতোই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের মিলিত তেজপুঞ্জ থেকে এই সিংহবাহিনী দেবীর সৃষ্টি হয়েছিল। আবার মতান্তরে, কোনও অসুর বধের জন্য নয়, অগ্নি, পবন, বরুণ ও চন্দ্র— এই চার দেবতার দর্প চূর্ণ করবার জন্যই দেবী জগদ্ধাত্রীর উদ্ভব হয়েছিল।

প্রচলিত রীতি অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মা জগদ্ধাত্রীর পুজো হয়ে থাকে। জানা যায়, জগদ্ধাত্রীর এই মূর্তির রূপকল্পনা করেছিলেন স্বয়ং কালীসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি তাঁর একটি গ্রন্থেও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। সেই রূপ অনুসারে তৈরি জগদ্ধাত্রীর মূর্তিই আজকের বাংলায় পূজিত হয়। তবে জানেন কী? বাংলায় অবস্থিত হুগলীর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য খ্যাত হলেও এই পুজো প্রথম শুরু হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে। বাংলার মাটিতে কবে এই পুজোর প্রচলন হয়েছিল তা খুব স্পষ্ট না হলেও প্রচলিত কিংবদন্তি থেকে জানা যায় আনুমানিক অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৭৬৩-৬৪ সাল নাগাদ নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ই বাংলায় প্রথম জগদ্ধাত্রীপুজো করেছিলেন।

নদিয়ার জমিদার বংশের দেওয়া তথ্যানুসারে বলা হয়ে থাকে, কৃষ্ণচন্দ্রের অতিরিক্ত ইংরেজ-প্রীতির কারণে রূষ্ট হয়ে বাংলার নবাব মীরকাশিমের আদেশে কারাগারে বন্দী হন সপুত্র কৃষ্ণচন্দ্র। শোনা যায়, এক বিজয়া দশমীর দিন তিনি জেল থেকে মুক্তি পান নৌকাযোগে কৃষ্ণনগর ফেরবার সময়ে নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখে রাজা খুবই দুঃখ পান, কারণ বন্দী থাকার কারণে সে বছর আর তাঁর দুর্গাপুজো করা হয়ে ওঠেনি। তাই সে রাতে কৃষ্ণচন্দ্রকে দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ দেন সামনের কার্তিক মাসের শুক্লপক্ষে দেবীর পুজো করবার জন্য। সেই থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে তথা বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। উল্লেখ্য, কৃষ্ণনগরে দুর্গাপুজোর মতোই বড় করে জগদ্ধাত্রীর পুজো করা হয়। এই সময় এখানে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত পুজো দেখতে আসে।

 ওঁ জয়দেঃ জগদানন্দে জগদেগঃ প্রপুজিতে

জয় সর্বাগতে দুর্গেদেবী জগদ্ধাত্রী নমোহস্তুতে।।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

করিধ্যা পঞ্চায়েতের উপ সমিতির সদস্যপদ গেল তৃণমূলের দখলে

সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে নামলেন বিডিও

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

আবাসিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

থানায় জমা পড়ল স্কুলের বাচ্চার পেন্সিল শার্পনার চুরির অভিযোগ, তদন্তে পুলিশ!

 শীতের মরশুমের শুরুতেই সুন্দরবনের গাইডদের বিক্ষোভ, চিন্তায় পর্যটকেরা  

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর