-273ºc,
Friday, 9th June, 2023 2:49 am
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: টেল এন্ডারদের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে সিরিজ জয়ের নিষ্পত্তি ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৯ রান তুলল অস্ট্রেলিয়া। অর্থাৎ সিরিজ জিততে রোহিত শর্মাদের চাই ২৭০ রান। অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন প্রথম দুই ম্যাচে দুরন্ত ফর্মে থাকা মিচেল মার্শ।
বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। শেষ পর্যন্ত দলের ৬৮ রানের মাথায় ট্র্যাভিস হেডকে (৩৩) ফিরিয়ে অজি শিবিরে আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। ৯ বলের মাথায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে ফিরিয়ে দেন তিনি। আগের দুই ম্যাচে অর্ধশতরান করা মার্শ অবশ্য এদিন আর অর্ধ শতরান পূর্ণ করতে পারেননি। ৪৭ রানের মাথায় তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন হার্দিক। পর পর উইকেট হারিয়ে বিপাকে পড়া অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন ডেভিড ওয়ার্নার ও মার্নুস লাবুশানে। চতুর্থ উইকেটে দুজনে ৪০ রান সংগ্রহ করে। ২৫তম ওভারে ওয়ার্নারকে (২৩) ফেরান কুলদীপ যাদব। তার পরেই ফেরেন লাবুশানে (২৮)।
দ্রুত উইকেট হারিয়ে ফের অস্বস্তিতে পড়ে অস্ট্রেলিয়া। যদিও ষষ্ঠ উইকেটে ভারতীয় বোলারদের আক্রমণ সামাল দেন অ্যালেক্স ক্যারি ও মার্ক স্টইনিস। দুজনে ৫৮ রান যোগ করেন। ২৬ বলে ২৫ করে ফেরেন স্টইনিস। খানিকবাদে অ্যালেক্স ক্যারি’কে (২৮) ফেরান কুলদীপ। অষ্টম উইকেটে সিয়ান অ্যাবট (২৬) ও অ্যাস্টন অ্যাগার (১৭) ৪২ রান যোগ করে দলকে আড়াইশোর দোরগোড়ায় পৌঁছে দেন। অ্যাবটকে ফিরিয়ে জুটি ভাঙেন অক্ষর পটেল। দলের স্কোর বোর্ডে চার রান যোগ হতে না হতে অ্যাগারকে ফেরান সিরাজ। দশম উইকেটে ২২ রান যোগ করেন মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। স্টার্ককে (১০) ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন। জাম্পা ১০ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদব তিনটি করে এবং মহম্মদ সিরাজ ও অক্ষর পটেল দুটি করে উইকেট নিয়েছেন।