-273ºc,
Friday, 2nd June, 2023 4:55 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশের হয়ে বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন বাবর আজম। দেশের ইতিহাসে তিনিই হলেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি এই পুরস্কার পেলেন। আজ বৃহস্পতিবার পাকিস্তান দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের হাতে ওই সম্মান তুলে দেন লাহোরের গভর্নর বালিগুর রহমান।
২০১৫ সালের ২১ মে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচেই দেশের হয়ে অভিষেক ঘটেছিল বাবর আজমের। মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় পা রেখেছিলেন। তার পরে টেস্ট ও টি টুয়েন্টি দলেও ডাক পান। বর্তমান প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত তিনি। অসাধারণ পারফরম্যান্সের জোরে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিন ধরনের ক্রিকেটে অধিনায়কের গুরুদায়িত্বও পেয়েছেন। গত বছরের ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনেই ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পুরস্কারের জন্য বাবরের নাম ঘোষণা করা হয়।
দেশের হয়ে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক ছাড়াও মিসবাহ-উল হক, ইউনিস খান, শাহিদ আফ্রিদি ও সরফরাজ আহমেদের মতো প্রাক্তন পাক ক্রিকেটারদের ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বাবর আজমের আগে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার ছিলেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ।