27ºc, Haze
Friday, 24th March, 2023 9:41 pm
নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বয়স হয়েছিল মাত্র দুই বছর। পৃথিবীর রূপ-রস-গন্ধ-বর্ণ ভালো করে বোঝার আগেই মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক রত্তি ফ্লোরেন্স ডুন। দুই বছরের মেয়েকে হারিয়ে মুষড়ে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার ম্যাট ডুন ও তাঁর স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেয়েকে চিরতরে হারানোর মতো যন্ত্রণাদায়ক খবর জানিয়েছেন দুজনে। কন্যা হারা ক্রিকেটারকে সমবেদনা জানিয়েছেন অনেক অনুরাগী।
৩০ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার ম্যাট ডুন কাউন্টি ক্রিকেটে যথেষ্টই পরিচিত নাম। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। ২০১০ সালে বোলার হিসেবে প্রথম অভিষেক ঘটেছিল। জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের পাশাপাশি ইংল্যান্ড লায়ন্স ক্লাবের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। কাউন্টি ক্রিকেটে সারে-র হয়ে প্রতিনিধিত্বও করেছেন। কয়েক বছর আগেই দীর্ঘদিনের বান্ধবী জেসিকার সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন ডুন। বছর দুয়েক আগেই এক কন্যা সন্তানের জন্ম দেন জেসিকা।
কিন্তু জন্মের পর থেকেই দুরারোগ্য মৃগীতে আক্রান্ত হয় ফ্লোরেন্স। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবার চিকিৎসকরা জানিয়ে দেন, ফ্লোরেন্স বিরলতম মৃগী রোগে আক্রান্ত। বেঁচে থাকার আশা অত্যন্ত কম। চিকিৎসকদের আশঙ্কাই সত্যি হলো। ইনস্টাগ্রামে দুই বছরের ফুটফুটে ফ্লোরেন্সের ছবি দিয়ে সন্তানহারা ডুন লিখেছেন, ‘ফ্লোরেন্স, তুমি যেখানেই থাকো না, চিরদিন আমাদের হৃদয়ে থাকবে।’