-273ºc,
Friday, 9th June, 2023 2:52 am
নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলিয় তারকা দানি আলভেজের পরে এবার ঘর ভাঙছে ধর্ষণে অভিযুক্ত পিএসজি’র তারকা ফুটবলার আশরাফ হাকিমির। মরক্কোর জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারের স্ত্রী হিবা আবুক স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরে প্রথমবার মুখ খুলে জানিয়েছেন, ‘হাকিমির সঙ্গে তিনি আর একই ছাদের তলায় কাটাতে চান না। স্বামী নয়, অভিযোগকারিণীর পাশেই থাকবেন।’ হিবার ওই মন্তব্যের পরেই স্পষ্ট হয়েছে, পিএসজি তারকার দাম্পত্য জীবনে ভাঙন শুধু সময়ের অপেক্ষা।
গত মাসেই মরক্কোর জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় তথা পিএসজিতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের সতীর্থ আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ২৪ বছর বয়সী এক তরুণী। ওই অভিযোগ নিয়ে তদন্তের কথা জানিয়েছে প্যারিস পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হাকিমি। তিনি পাল্টা দাবি করেছেন, তাঁর সম্মান নষ্টের জন্যই মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদিও গত শনিবার ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগকারিনী দাবি করেছেন, ‘প্যারিসের বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করেছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি।’
স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরেই মানসিকভাবে ভেঙে পড়েছেন পিএসজি’র তারকা ফুটবলারের স্ত্রী হিবা আবুক। প্রথমবার নীরবতা ভেঙে সাংবাদিকদের জানিয়েছেন, ‘হাকিমির সঙ্গে আর থাকবেন না। বিচ্ছেদের কাগজপত্র প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছি। একজন মহিলা হিসেবে আমি অভিযোগকারিনীর পক্ষেই থাকব।’