23ºc, Haze
Wednesday, 1st February, 2023 2:38 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পালক জুটল সূর্যকুমারের মাথায়। টি-টুয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। ৩১টি ম্যাচ খেলে সূর্যের মোট রান ১,১৬৪। ম্যাচ পিছু গড় রান ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। এক বছরে ওভার বাউন্ডারি হাঁকিয়েছে ৬৮টি। এক বছরে শতরান দুটি, অর্ধশতরান নয়টি। আর আইসিসি টি-টুয়েন্ট বিশ্বকাপে সূর্যকুমার ছয়টি ইনিংস তিন অর্ধশতরান করেন। গড় রান প্রায় ৬০-য়ের কাছাকাছি। আর স্ট্রাইক রেট ১৮৯.৬৮।
আইসিসি জানিয়েছে, সূর্যকুমারের কম-বেশি সব ইনিংস স্মরণে রাখার মতো। তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে আয়োজিত ৫৫ বলে ১১৭ রান ক্রিকেট ভক্তরা অনেকদিন মনে রাখবে। ভারতের অধিকাংশ ম্যাচ জয়ের প্রধান কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে সূর্যকুমারকে। ২১৬ রান তাড়া করতে গিয়ে ভারত ওই ম্যাচে মাত্র ৩১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে। সূর্যকুমার হাল না ধরলে ইনিংস অনেক আগেই শেষ হয়ে যেত। তাঁর দৌলতে ভারত কিছুটা হলেও ভদ্রস্থ জায়গায় পৌঁছয়। যদিও ভারত সেই ম্যাচে জয় করতে পারেনি। তবুও, লজ্জাজনক হারের হার থেকে দলকে বাঁচিয়েছেন সূর্য।
টি-টুয়েন্টি বর্ষসেরা সম্মান প্রাপকের তালিকায় নাম ছিল শ্যাম কারান, মহম্মদ রিজওয়ান এবং সিকান্দর রাজারও। যদিও আইসিসি সেরাদের সেরা হিসেবে বেছে নেয় সূর্যকুমারকে। সূর্যকুমারের এই সম্মান প্রাপ্তিতে ভারতীয় শিবিরে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল বসন্তোৎসব। সূর্যকুমাকে অভিনন্দন জানিয়েছেন কোচ, অধিনায়ক এবং সতীর্থরা।
আরও পড়ুন শিবিরে শনির দশা, চোট পেলেন এবার সূর্যকুমার