এই মুহূর্তে




লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে হায়দরাবাদের মুখোমুখি বেঙ্গালুরু




নিজস্ব প্রতিনিধি: আইপিএলের লিগ পর্ব শেষের দিকে এসে পৌঁছেছে। শিরোপা লড়াইয়ের দৌড়ে কারা, তা এখন পরিষ্কার। এখন শুরু হয়েছে লিগ টেবিলে শীর্ষ দুই স্থান দখলের লড়াই।  আর ওই লড়াইয়ে আজ শুক্রবার (২৩ মে) রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। জিতলেই পয়েন্ট টেবিলে গুজরাত টাইটান্সকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা। সেই স্বপ্ন কী পূর্ণ হবে নাকি অধরা থেকে যাবে?

পিচ কেমন হবে?

একানা স্টেডিয়ামের পিচ সাধারণত ধীরগতির এবং কম বাউন্সের হয়। এখানে স্পিনাররা বেশি সুবিধা পায় আর ব্যাটসম্যানদের পিচের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হয়। তবে গতবার এই মাঠে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২০০-এর বেশি রান তাড়া করে সহজে জিতেছিল। এবারও কি তারা সেই ধারা বজায় রাখবে? নাকি পিচের ধীরগতি দুই দলের ব্যাটিং লাইনআপের জন্য সমস্যা তৈরি করবে? গত বছর এই দুই দলের মধ্যে একটি ম্যাচে ২৮৭ বনাম ২৬২ রান হয়েছিল। তাই এই ম্যাচটি হতে পারে আরও টানটান উত্তেজনাপূর্ণ।

হেড-টু-হেড রেকর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মধ্যে এখনও পর্যন্ত ২৪ বার দেখা হয়েছে।  এর মধ্যে হায়দরাবাদ ১৩ বার এবং বেঙ্গালুরু ১১ বার জিতেছে। গত পাঁচবারের দেখায় বেঙ্গালুরু ৩-২ ব্যবধানে এগিয়ে আছে। তবে হায়দরাবাদের এই মাঠে ভাল রেকর্ড রয়েছে। তাই তারা পিছিয়ে থাকলেও হাল ছাড়বে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

আরসিবি (RCB) এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা এখনও পর্যন্ত ৬টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত। যদিও এই ম্যাচটি পরিসংখ্যানের দিক থেকে তাদের জন্য হোম ম্যাচ হিসেবে গণ্য হবে। তবে দীর্ঘ ২০ দিনের বিরতির পর মাঠে ফেরা তাদের জন্য সমস্যাও হতে পারে।

  • রজত পাতিদার হাতের চোট সারিয়ে উঠেছেন এবং সম্ভবত খেলতে পারবেন। তবে জশ হেজলউড এই ম্যাচে নেই। তাই বোলিংয়ের দায়িত্ব তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি গত মরশুমের তুলনায় এবার ৬টি ম্যাচ কম খেলেও ১২টি উইকেট নিয়েছেন।
  • স্ট্র্যাটেজি: আরসিবির বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। ভুবনেশ্বর কুমার এই ম্যাচে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ, কারণ তিনি ১১ বছর এই দলের হয়ে খেলেছেন এবং তাদের দুর্বলতা ভাল জানেন। ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং ফিল সল্টের ওপর বড় দায়িত্ব থাকবে। কোহলি এই মরশুমে ৫৬টি ছক্কা মেরে সবার শীর্ষে আছেন।
  • সম্ভাব্য দল: বিরাট কোহলি, ফিল সল্ট, টিম সেইফার্ট, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, রাসিখ সালাম, যশ দয়াল ও সুয়শ শর্মা

সানরাইজার্স হায়দরাবাদ (SRH)

হায়দরাবাদ এই মরশুমে ১২টি ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে। তবে তারা বড় দলগুলোর বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। এই ম্যাচে তাদের জন্য শুধু গর্বের লড়াই।

  • ট্রাভিস হেড কোভিডে আক্রান্ত। ফলে তিনি এই ম্যাচে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
  • স্ট্র্যাটেজি: হায়দরাবাদের বোলিং নির্ভরশীল হর্ষল পটেল (১৫ উইকেট) এবং প্যাট কামিন্সের (১৩ উইকেট) ওপর। তবে তরুণ পেসার এসান মালিঙ্গা মাত্র ৫টি ম্যাচে ৯টি উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তার ফুলার লেন্থ ডেলিভারি এই ম্যাচে কার্যকরী হতে পারে। ব্যাটিংয়ে অভিষেক শর্মা (৬৫টি ছক্কা) এবং হেনরিখ ক্লাসেন (৫২টি ছক্কা) দলের আসল শক্তি।
  • সম্ভাব্য দল: অথর্ব তাইডে, অভিষেক শর্মা, ঈশান কিশন (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, কামিন্দু মেন্ডিস, অনিকেত বর্মা, নীতীশ রেড্ডি, প্যাট কামিন্স, হর্ষল পটেল, হর্ষ দুবে, জিশান আনসারি ও এসান মালিঙ্গা।

জানেন কী?

আরসিবি (RCB) এই মরশুমে ৬টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত।

  • হায়দরাবাদ ২০২২ সাল থেকে ১৯টি ম্যাচে ২০০-এর বেশি রান করেছে, যা সব দলের মধ্যে সর্বোচ্চ।
  • এই ম্যাচে তিনজন ব্যাটসম্যান খেলবেন, যারা আইপিএল ২০২৪ থেকে এই মরশুম পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। বিরাট কোহলি (৫৬), হেনরিখ ক্লাসেন (৫২), অভিষেক শর্মা (৬৫)।

লখনউয়ের দর্শকরা এই ম্যাচে দুই দলকেই সমর্থন করবেন। RCB-র ভক্তরা বিরাট কোহলির বড় ইনিংসের আশায় থাকবেন, আর SRH-এর সমর্থকরা অভিষেক শর্মা এবং হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং দেখতে মুখিয়ে থাকবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ২২ বছর বয়সী জার্মান ফুটবলার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ