নিজস্ব প্রতিনিধি: ডার্বিতে আটবারের হারের খরা কাটিয়ে দুরন্ত জয় পেয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। ডার্বির পর চারদিন কেটে গিয়েছে। তবুও ডার্বির হ্যাং ওভার কাটেনি মোহনবাগানের। সাধারণত ডার্বির পরের ম্যাচে আটকে যায় দুই দলই। আর এবার প্রত্যাশিতভাবে মেরিনার্সরা তাই করল। ডার্বির পর চারদিন কেটে গেলেও কলকাতা লিগে আর্মি রেডের কাছে আটকে গেল মোহনবাগান।
একদিকে ডুরান্ড কাপ তো আর একদিকে কলকাতা লিগ। তাই দলের ছেলেদের মধ্যে একটু চাপ বাড়ছে। এমনটাই ডার্বি হেরে বলেছিলেন বাগান কোচ ফেরান্দো। যদিও আজ, মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে মোহননাগানের মূল দলের কোনও খেলোয়াড়ই নামেননি। তবুও খেলা শুরু থেকেই সবুজ-মেরুন শিবিরের সকলের মধ্যে একটা ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। যদিও ক্লান্তি ভাব নিয়েও ম্যাচ শুরুর দিকে প্রথমার্ধে আক্রমণাত্বকভাবেই খেলা শুরু করে মোহনবাগান। ২১ মিনিটের মাথায় ভিয়ানের গোলে এগিয়ে যায় ফেরান্দোর ছেলেরা। প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় আর্মি রেড।
কিন্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেয় আর্মি রেড। খেলার মধ্যে সমতায় ফিরে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। কিন্তু ৫৯ মিনিটের মাথায় আর্মি রেডের আত্মবিশ্বাসে জল ঢালেন বাগানের কিয়ান নাসিরি। তাঁর গোলে আবার এগিয়ে যায় মেরিনার্সরা। তারপর দ্বিতীয়ার্ধের শেষলগ্ন পর্যন্ত গোল শোধ দিতে পারেনি সেনা দল। যখন মনে করা হচ্ছিল ডার্বির হার ভুলে জয়ে ফিরছে মোহনবাগান, তখনই ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে শেষ মুহূর্তে সমতা ফেরায় আর্মি রেড। শেষমেষ ম্যাচ ড্র হয়। আর পয়েন্ট নষ্ট করল সবুজ-মেরুন শিবির।