এই মুহূর্তে




সাঙ্ঘাতিক কাণ্ড, কেন্দ্রীয় মন্ত্রীর সই জাল করে প্রতারণার দায়ে গ্রেফতার স্বামী-স্ত্রী




নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা : কেন্দ্রীয় মন্ত্রীর সই জাল করে মতুয়াকার্ড বানাবার অভিযোগে পুলিশের জালে ২। এক সাইবার ক্যাপের মালিক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর,  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সই নকল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্য কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছিল গাইঘাটা থানার পুলিশ। তারপরেই সামনে এসেছে এমন তথ্য। তারপরেই সবুজ মণ্ডল ও মীরা মণ্ডল নামে ২জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ঠাকুরনগরের গাতি এলাকার বাসিন্দা ধৃতরা। ঠাকুরবাড়ি র কাছেই একটি সাইবার ক্যাফে রয়েছে তাঁদের। সেই সাইবার ক্যাফে থেকেই কাজ চালাত তারা।

নিজের সাইবার ক্যাফের সুযোগ নিয়ে সই জাল করে মতুয়া কার্ড বানাবার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শান্তু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়াদের হাতেই ধরা পড়ে অভিযুক্তরা। তারপরেই তাঁরা গাইঘাটা পুলিশের হাতে তাদের তুলে দিয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সবুজ মণ্ডল ও মীরা মণ্ডলের কাছ থেকে ১৪ টি মতুয়া কার্ড, কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ওইগুলো খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে  বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত বলে মনে করা হচ্ছে। গোটা চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

হোয়াটসঅ্যাপে নাবালিকা ছাত্রীকে অশ্লীল বার্তা, গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

মানিকচকে তিন দিন নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ