এই মুহূর্তে




আদালতে বড় জয় রাজ্যের, দিঘার জগন্নাথধাম নিয়ে খারিজ বিশ্ব হিন্দু পরিষদের করা মামলা

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের বড়সড় জয় পেল রাজ্য। দিঘার জগন্নাথধাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানি এর আগেও হয়েছে। কিন্তু আর এ বিষয়ে মামলা খারিজ করা হয়েছে বলে জানিয়েছে আদালত।

দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে ধাম কথাটি কিভাবে যুক্ত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। ধাম পৃথিবীতে চারটি। তাদের যুক্তি ছিল ধাম পৃথিবীতে চারটি। এই চারধাম হল পুরীর জগন্নাথ ধাম, উত্তরাখণ্ডের বদ্রিনাথ ধাম, গুজরাতের দ্বারকা ধাম এবং তামিলনাড়ুর রামেশ্বরম। এই চারধামের বাইরে পৃথিবীতে আর কোথাও কোনও ধামের অস্তিত্ব নেই। আর এই চারধাম হল হিন্দুদের আবেগ। তাই হঠাৎ করে কোনও মন্দির বানিয়ে তাকে ধাম বলা যায় না।

তাই আদালতে বিশ্ব হিন্দু পরিষদ আর্জি জানিয়েছিল যে ধাম শব্দটি বাদ দেওয়া হোক। এই নিয়ে অনেকদিন ধরেই চলছিল শুনানি। মঙ্গলবার দিঘার জগন্নাথ ধাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এর আগে একাধিকবার মামলাকারীর অনুরোধে শুনানি পিছোনো হয়েছে।

বারবার সুযোগ দেওয়া হয়েছে অতিরিক্ত নথি দাখিল করার। কিন্তু সে’সব কিছু করা হয়নি। তাই আর সম্ভব নয়। বারবার সুযোগ দেওয়া মানে শেষ সুযোগ শব্দটির অসম্মান করা। তাই আদালতের যুক্তি এখন মামলা খারিজ করা হল। তাই মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারে বলে জানিয়েছে আদালত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Auto Draft

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

SIR আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী ১ মহিলা, ঝাঁপ দিলেন মালগাড়ির সামনে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ