এই মুহূর্তে

‘‌আমি হাতে লিখি’‌, কলকাতা বইমেলা থেকে জনতার উদ্দেশে বড় বার্তা দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: আজ ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিশ্বজুড়ে এআই নিয়ে এগিয়ে চলেছে। ডিজিটাল যুগ চলছে গোটা বিশ্বে। তার থেকে বাংলাও পিছিয়ে নেই। কিন্তু মুখ্যমন্ত্রী পুরনো ধাঁচেই আছেন বলে দাবি করলেন। এআই–এর দাপটে কি বইয়ের প্রতি ঝোঁক কমে যাচ্ছে? নিজেই এই প্রশ্ন তোলেন। কলকাতা বইমেলা থেকে জনতার উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জবাবও দেন তিনিই।

এদিকে মুখ্যমন্ত্রী এই বইমেলাকে ১০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। যাতে এখানে ‘‌বইতীর্থ’‌ তৈরি করা হয়। বই পড়ার প্রতি ঝোঁক বাড়ানোর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌প্লেনে যাত্রা করার সময় বই লিখি। কম্পিউটারে টাইপ করতে আমার ভাল লাগে না। আমি হাতে লিখি তা বই হিসেবে ছাপা হয়। এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে। যুগের সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে চলেছে। হাতে এসেছে স্মার্ট ফোন, এআই। সব কিছু পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা কি একটু কমে যাচ্ছে?’

অন্যদিকে এই প্রশ্ন তুলে দিলেও তার উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রীই। আর নতুন প্রজন্মের কাছে বই আরও বেশি করে পৌঁছে যাক তাও চান তিনি। তাই তো মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌আমি মনে করি, বইপ্রেমীরা এখনও বই পড়েন। বইয়ের কোনও বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার মান, সম্মান এবং শিক্ষা সংস্কৃতির এক সর্বজনীন অবদান। আমার সময় কম থাকে। তবু সময় পেলে বই পড়ি। লিখিও। কম্পিউটারে আমার পোষায় না। প্লেনেও সময় পেলে হাতে লিখি। হাতে লেখার মধ্যে যে স্বাচ্ছন্দ্য তা অন্য কিছুতে হয় না।’‌

তাছাড়া ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারের থিম আর্জেন্টিনা। সাধারণ পাঠকদের জন্য দরজা খুলতেই ভিড়ের আভাস দেখতে পাওয়া যায়। সেখানেই এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌কলকাতা বইমেলার ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই বইতীর্থ হবে। এই জন্য রাজ্য সরকার থেকে ১০ কোটি টাকা দেওয়া হবে। পরের বছর বই প্রাঙ্গনের সঙ্গে বইতীর্থ দেখতে চাই। বাইচান্স যদি কেউ দুষ্টুমি করে তাহলে লোকসানটা অন্তত ঠেকানো যায়।’‌ এই কথাটা অবশ্য বইমেলায় ইনসিওরেন্সের সম্পর্কে বলেছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী-সন্তানদের SIR-এর শুনানিতে ডাক, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়ার প্রৌঢ়ের

‘‌মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে’‌, এসআইআর নিয়ে সরব মমতা

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে কিউট সরস্বতী

আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ দুই মহিলা

ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব কাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত নির্বাচন কমিশন

বইমেলা উদ্বোধনে ছক্কা হাঁকালেন মমতা, SIR হয়রানি নিয়ে প্রকাশিত বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ