এই মুহূর্তে

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে কিউট সরস্বতী

নিজস্ব প্রতিনিধি: কিউট দুর্গার পর, এবার কিউট সরস্বতী। ট্রেন্ডে এবার গা ভাসিয়েছেন দেবী সরস্বতীও। ভাবগম্ভীর মূর্তির পরিবর্তে এখন মিষ্টি সরস্বতীর চাহিদা বেশি। সমাজমাধ্যমের ট্রেন্ড অনুসরণ করে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরা। দুর্গা কালী প্রতিমার পরে এবার কিউট সরস্বতী বানানোর চাহিদা বেড়েছে। দেবী সরস্বতীকে বাড়ির খুদের সদস্য হিসেবেই চাইছেন পড়ুয়ারা।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হচ্ছে সরস্বতী মূর্তি। ভাবগম্ভীর রূপ তো নয়ই, উল্টে ছোট একটা শিশুর মতো মিষ্টি রূপ। এরকম চেহারার সরস্বতী মূর্তির বেশ চাহিদা তুঙ্গে। এইসবের সঙ্গে দানা বেধেছে কিছু বিতর্ক। অনেকেই বলছেন, নতুন কিছুকে স্বাগত। কিন্তু শাস্ত্রে বর্ণিত রূপ পরিবর্তন করা ঠিক নয়। শাস্ত্রে কী আছে তা নিয়ে বিশদে আলোচনাও হয়েছে। এই এই রূপ তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস মেনে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে নতুন চেহারা পেয়েছেন দেবী। তিনি বিদ্যার দেবী। এআই’য়ের নির্দিষ্ট কোনও প্রম্পটই সম্ভবত শিশুরূপ দিয়েছে। অভিনবত্ব এসেছে বিদ্যার দেবীর নতুন রূপে। শিল্পীরা কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বাগদেবীর যে রূপ সৃষ্টি করছেন তাই প্রাণ পাচ্ছে মাটির প্রতিমায়। এ উদ্ভাবন মেশিনের কারিগরি ছাড়া কিছু নয়।

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, সৃষ্টি বা শিল্পে অভিনবত্ব সবসময়ই গ্রহণযোগ্য। কিন্তু শাস্ত্রে দেবীর যে বর্ণনা রয়েছে তাকে বিকৃত করায় আপত্তি তুলেছেন অনেকেই। সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাদেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী জানান, প্রথমেই বলা দরকার, সর্বশুক্লা সরস্বতী। অর্থাৎ দেবীর সবটুকুই সাদা। তাঁর অর্চনার মূল মন্ত্র কিন্তু কৃত্রিম মেধা থেকে আসেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী-সন্তানদের SIR-এর শুনানিতে ডাক, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়ার প্রৌঢ়ের

‘‌মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে’‌, এসআইআর নিয়ে সরব মমতা

আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ দুই মহিলা

‘‌আমি হাতে লিখি’‌, কলকাতা বইমেলা থেকে জনতার উদ্দেশে বড় বার্তা দিলেন মমতা

ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব কাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত নির্বাচন কমিশন

বইমেলা উদ্বোধনে ছক্কা হাঁকালেন মমতা, SIR হয়রানি নিয়ে প্রকাশিত বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ