এই মুহূর্তে




গোবরডাঙ্গায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙ্গা: সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেড়গুম বেলতলা এলাকায়। মৃত বছর উনচল্লিশের সাইফুল গোলদার (Saiful Goldar) গোবরডাঙ্গার ঝনঝনিয়ার বাসিন্দা। মঙ্গলবার সকালে সুপারি পারতে উঠে সুপারি গাছ  (Betel Nut Tree)ভেঙে নিচে পড়ে গুরুতর জখম হন। পরিবারের তরফে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় হাবড়া থানার (Habra P.S.) তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দেহের ময়নাতদন্ত করানো হবে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে (Barasat Hospital)। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওই সুপারি গাছে সাইফুল এর আগেও একাধিকবার উঠে সুপারি পেড়েছেন। কিন্তু এদিন গাছটি নরম হয়ে যাওয়ায় তা ভেঙে যায় আর নিজের ভারসাম্য রাখতে না পেরে ভাঙ্গা গাছের সঙ্গে নিচে পড়ে যান সাইফুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সাইফুল সোমবার ব্রাহ্মণপাড়ায় ওই বাড়িতে এসে সুপারি কেনার জন্য দরদাম করে গিয়েছিলেন। এরপর মঙ্গলবার সকালে এসে এসে গাছের মাথায় চড়ে যখন সুপারি পাড়ছিলেন সেই সময় গাছটি মাঝখান থেকে ভেঙে গেলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সুপারি গাছটা প্রায় ৭০ ফুট লম্বা ছিল। স্থানীয় ভিলেজ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পরবর্তীকালে গোবরডাঙ্গা থানাকে  (Gobardanga P.S.)খবর পাঠানো হয়। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ