এই মুহূর্তে




SIR থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে গাছে বেঁধে উল্টো করে বিজেপি নেতাদের মারধরের নিদান

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: এস আই আর থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধরের হুঁশিয়ারি হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার(Abdul Khalek Molla)।দলের নির্দেশ মেনে বসিরহাটের হাড়োয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এস আই আর(SIR) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় শালিপুর অঞ্চলের খলিসাদী কমিউনিটি হলে। আর এখানেই নেতা- কর্মী সমর্থকদের সামনে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, এস আই আর থেকে কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানো হবে।

এরকমই হুশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা। এ দিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে। এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি একে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ডল যে রকম নির্দেশ দেবে সেভাবেই দলের সৈনিক হিসেবে তারা ঝাপিয়ে পড়বেন।

এদিকে, উত্তর ২৪ পরগনা জেলার বামনগাছিতে(Bamangahi) রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের মহিলা কর্মীদের তার অন্তর্গত এলাকায় প্রত্যেকটি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনা জেলা আই এন টি টি ইউসি’র(INTTUC) সভাপতি তাপস দাশগুপ্ত(Tapas Dasgupta)। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে আমাদের এনআরসি’ র মধ্য দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই বলেই ভয় দেখাতে হবে প্রতিটি বাড়ির সাধারণ মহিলা ভোটারদের নির্দেশ তাপস দাশগুপ্তের।এই মন্তব্য ঘিরে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ