এই মুহূর্তে




শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার বাংলাদেশি যুবক, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার বাংলাদেশি যুবক।আসল বাড়ি-ব টাউন শ্রীপুর এলাকায়।স্ত্রীর বাবা ও স্বামীর বাবা একজনই।নাম-নাজমুল গাজী(Najmul Gazi), শ্বশুর (বাবা)-নুর ইসলাম গাজী।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর সুতিরাটি সরদারপাড়া এলাকার ঘটনা ।নাজমুল গাজী হিঙ্গলগঞ্জের(Hingalganj) সুতিরাটি সরদারপাড়া(Sardarpara) এলাকায় এসে নুর ইসলাম গাজীর বাড়িতে আশ্রয় নেয় এবং পরবর্তীতে নুর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে করে।তারপর বিয়ে করার পরে স্ত্রীর বাবা- নুর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড করে এবং ভারতীয় যতরকম নথিপত্র আছে সবই সে তৈরি করে।

পাশাপাশি সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে । মঙ্গলবার থেকে শুরু SIR । BLO ”_রা বাড়ি বাড়ি যাবে । এখন দেখার বিষয় এই ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় কিনা ।যদিও এই ব্যাপারে রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম বলেন,যদি কেউ অন্যায় ভাবে ভোটার লিস্টে নাম তুলে থাকে তাহলে প্রশাসন এবং ইলেকশন কমিশন যে আইনি ব্যবস্থা নেওয়ার নিক। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত । যেন রেওয়াত না পায়।এদিকে মঙ্গলবার থেকে SIR সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে BLO রা বাড়ি বাড়ি যাওয়া শুরু করল। একদিকে স্কুলের শিক্ষক আবার BLO, দুই কুলই বজায় রাখতে হবে। তাই সকাল সকাল ফর্ম হাতে বেরিয়ে পড়লেন বাড়ি বাড়ি।

হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের ৩৯ নম্বর বুথের ঘটনা ।BLO ইকবাল হোসেন। তিনি শিক্ষক , আবার তাকে BLO এর কাজ করতে হচ্ছে । তাই সকাল সকাল বেরিয়ে পড়েছেন তিনি । সকালেই এলাকায় মানুষের বাড়ি বাড়ি ঘোরা তারপরে আবার স্কুলে যেতে হবে ।স্কুল ছুটির পর তিনি আবার বেরোবেন SIR এর কাজে ।SIR এর ফর্ম হাতে পেয়ে এলাকার মানুষ একটু চিন্তিত। যদি ভুল হয়ে যায় ফর্ম ফিলাপ করতে তাহলে কি হবে ? এই চিন্তায় ভুগছেন বয়স্করা । চলছে স্নায়ু যুদ্ধের লড়াই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ