এই মুহূর্তে




অভাবের তাড়নায় নিজের ৬ দিনের পুত্র সন্তানকে বিক্রি করতে গিয়ে ধরা পরল দম্পতি

নিজস্ব প্রতিনিধি,কাঁচরাপাড়া: অভাবের তাড়নায় নিজের ৬ দিনের পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার সময় এলাকাবাসীরা হাতেনাতে ধরে ফেললো এক দম্পতিকে। উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া পৌরসভার(Kachrapara Municipality) এক নম্বর ওয়ার্ডে ফোরম্যান কলোনিতে নিতাই রায়(Netai Roy) পেশায় ভ্যানচালক। এলাকার লোকের অভিযোগ তিনজন মহিলা নিতাই রায় এর বাড়িতে আসেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তারপর তারা বেরিয়ে যান। পিছন পিছন বাচ্চা টিকে নিয়ে তার মাও বেরিয়ে যায়।এরপরই প্রতিবেশীদের সন্দেহ হয় তারাও পিছু নেয় ।

পুরো বিষয়টি নিতাই রায়ের প্রতিবেশীরা বিজপুর থানায়(Bijpur P.S.) জানান। পাড়ার লোকের অভিযোগ এর আগেও একটা বাচ্চা বিক্রি করেছে ওই দম্পতি। পাড়ার প্রতিবেশীর অভিযোগ সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল এর থেকে লোভ জন্মায়। এই ঘটনার পর বাচ্চার পিতা নিতাই রায় বলেন ,আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। যদিও এলাকার লোকের চাপে তিনি স্বীকার করেন বাচ্চাটিকে তিনি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরো বলেন আগের বাচ্চাটিকে আমি এমনি দিয়ে দিয়েছিলাম কোন পয়সা নেইনি।

এলাকার মানুষের দাবি ওই বাচ্চা বিক্রি করে টোটো(TOTO) কিনেছে দম্পতি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এলাকার মানুষের প্রতিরোধে শেষমেষ ওই দম্পতি পুত্র সন্তান বিক্রি করতে পারে নি। যারা ওই শিশু পুত্রটি কিনতে এসেছিল তারা পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দেয়। ওই দম্পতি কোন চক্রের হাতে বাচ্চা বিক্রি করতো তা পুলিশ খতিয়ে দেখছে।পুলিশ ওই দম্পতির জবানবন্দির সত্যতা যাচাই করছে। আগের শিশুটি কোথায় গেল তা পুলিশ খতিয়ে দেখছে। ওই ভ্যান চালকের চারটি ছেলে দুটি মেয়ে আগে রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

SIR আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী ১ মহিলা, ঝাঁপ দিলেন মালগাড়ির সামনে

কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ