27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:24 pm
নিজস্ব প্রতিনিধি: বালি (SAND) বোঝাই একটি লরি (TRUCK) তলিয়ে গেল নদীতে। ব্রেক ফেল করেই এই মর্মান্তিক ঘটনা বলে জানা গিয়েছে। লরিতেই ছিলেন চালক ও খালাসি। ভাগীরথী নদীতে (RIVER) ভেসেল থেকে লরি তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কালনা ঘাটের ঘটনা। তৎপর ফেরিঘাট কর্মীরা।
সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালনা ঘাটে। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরায়। জানা গিয়েছে, আসানসোল থেকে চাকদহতে বালি নিয়ে যাওয়ার জন্য ভাগীরথী নদী পার করতে লরিটি আসে কালনা ঘাটে। ভেসেলে লরি তুলতে গেলে হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। নদীতে বালি বোঝাই লরি পড়ে যায় চালক ও খালাসী নিয়েই। সূত্রের খবর, প্রায় ৩০ ফুট নিচ পর্যন্ত তলিয়ে যায় লরিটি। আটকে থাকে লরির চালক ও খালাসী।
ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ আটকা থাকার পরে লরির দরজা খুলে বেরিয়ে আসেন চালক ও খালাসী। তৎপর ফেরিঘাট কর্মীরা ওই লরির চালক ও খালাসীকে টেনে ভেসেলে তোলেন। জানা গিয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে।
এরপর ফেরিঘাট থেকে খবর দেওয়া হয় কালনা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ (POLICE)। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফেরিঘাট। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ সূত্রের খবর, চালক ও খালাসীকে আটক করেছে পুলিশ। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে চালকের নাম শাহবার হোসেন মণ্ডল।