এই মুহূর্তে




খেলার বল নিয়ে বিবাদের জেরেই ৪ বছরের শিশুকে খুন, ডোমজুড়ে গ্রেফতার নাবালক




নিজস্ব প্রতিনিধি: ডোমজুড়ে চার বছরের শিশু খুনের ঘটনায় গ্রেফতার হল এক নাবালক। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) দুপুরে ডোমজুড়ের সলপ ডাঁসপাড়া এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় একটি চার বছরের শিশুর দেহ। যা নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মৃত শিশুর নাম শেখ আয়ুষ। এই ঘটনায় স্থানীয়দের দাবি ছিল, শিশুটিকে হত্যা করা হয়েছে। কারণ নিহত শিশুর মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ।

অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে শিশুর হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত একজন নাবালক ছিল। CCTV ফুটেজে দেখা যায়, ওই শিশু হেঁটে যাচ্ছে। সেই সময়েই তাঁর পিছু নেয় ধৃত নাবালক। সেই সূত্র ধরেই, নাবালক কে আটক করে পুলিশ। পুলিশি জেরার মুখে কাঁদতে কাঁদতে চার বছরের শাশুকে হত্যার কথা স্বীকার করে নেয় ধৃত নাবালক। জানায়, খেলার বল নিয়ে বিবাদের জেরেই গলায় জামার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ওই শিশুকে খুন করেছে ধৃত নাবালক। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আদতে ধৃত নাবালক ডোমজুড়ে দর্জির কাজ শিখতে এসেছিল। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জুভেনাইল জাস্টিস বোর্ডে তাঁকে পেশ করা হবে।

আরও পড়ুনঃ সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

উল্লেখ্য, এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন, প্রতিবেশীরা তাঁকে আশেপাশে সব জায়গাতে খুঁজে ছিলেন, কিন্তু আয়ুষকে আর পাওয়া যাচ্ছিল না। স্থানীয় মসজিদ থেকেও শিশু নিখোঁজের কথা ঘোষণা করা হয়েছিল। অবশেষে বেলা ১২টা নাগাদ আয়ুষের দেহ একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা পায় পাড়ার লোকজন। তাঁর হাত পা বাঁধা ছিল। এমনকী শিশুটি যে জামাটি পড়েছিল, সেটিও তার গলায় প্যাঁচানো ছিল। উপুড় হয়ে পড়েছিল শিশুটির দেহ। অত্যন্ত নৃশংসভাবে খুন করে হয় আয়ুষকে। অবশেষে জানা গেল হত্যাকারী আর কেউ নয়, একজন নাবালক। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে হাপুস নয়নে কেঁদেই চলেছেন বাবা মা। অন্যদিকে গতকাল আয়ুষের দেহ আগলে রেখে এ দিন বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই পুলিশ তদন্তে নামে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনেদুপুরে রাস্তার মাঝে গুলিবিদ্ধ ব্যবসায়ী, মৃত্যু ঘিরে চাঞ্চল্য রামপুরহাটে

কুকুরের চিৎকারে প্রাণরক্ষা একরত্তির, জমিদারবাড়ির বাগানে সদ্যোজাত উদ্ধারে চাঞ্চল্য

জাফরাবাদের বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৫

তিস্তার ঘোলা জলে সঙ্কটে শিলিগুড়িবাসী, প্রকল্পে ক্ষতির সম্ভাবনা

লাল কালিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে শোরগোল বাঁকুড়ায়, তদন্তে নেমেছে পুলিশ

শালবনিতে রেলগেটে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, গুরুতর জখম ১৫

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর