এই মুহূর্তে




সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার মুম্বাইতে রেল লাইনের ধারে

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি:ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রেল লাইনের পাশে থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। কফিনবন্দি মৃতদেহ ফিরল সন্দেশখালিতে(Sandeshkhali)।উত্তর২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দু নম্বর ব্লকের বছর উনিশের মোস্তফা মিস্ত্রী(Mostafa Mistiri) ছয় মাস আগে মুম্বাইতে কাজ করতে গিয়েছিলেন । সেখানে শ্রমিকের কাজ করতেন ।এই যুবককে বিভিন্ন সময়ে বাঙালি ও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল ।সে বাড়ি ফিরছিল ১০ দিন আগে। মুম্বাই রেল স্টেশন(Mumbai Rail Station) এর পাশে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার করে মৃতদেহ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ।তার নামও পরিচয় জানার পরে তার পরিবারকে বিস্তারিত জানায় মুম্বাই পুলিশ। সন্দেশখালি দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিকের উদ্যোগে তার কফিন বন্দি মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ।এ রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘিরে সুন্দরবনের একাধিক প্রশ্ন চিহ্ন উঠে এল ।একদিকে যখন এস আই আর লাঘু হয়েছে পশ্চিমবাংলায় তার মধ্যে বাঙালি শ্রমিকদের মৃতদেহ ভিন রাজ্য পাওয়া রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বাঙ্গালীদের মনে।

সন্দেশখালি দু-নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক(Dilip Mallick) বলেন, একজন সন্দেশখালিতে পরিযাযয়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । এর আগেও এই মহকুমায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নতুন করে একজনের মৃত্যু রীতিমতো আতঙ্কিত আমরা। এর পরিবারের পাশে সবরকম সাহায্যের আশ্বাস বাড়িয়ে দিয়েছি ।আর্থিক এবং তাদের পাশে সরকার আছে। সরকারিভাবে সবরকম তাদের সুযোগ সুবিধা দিতে আমরা পরিবারের পাশে থাকব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকেও মুক্তি দিল NIA

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ