এই মুহূর্তে




বিএলও’রা শুধরে যান, না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিনিধি,কাঁকিনাড়া: রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর পর্ব। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলও দের। এমনকি বিএলএ দের মারধোর হুমকির ঘটনা ও সামনে আসছে। এই আবহেই উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কাঁকিনাড়ায় গঙ্গারতী সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাঁকিনাড়ায় গঙ্গার ঘাটে দেব দীপাবলীর দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, আইনজীবী নেতা কৌস্তব বাগচী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা।

সেখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতীতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বিএলও দের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদীরা। কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক নির্দেশে যদি করে থাকেন তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএল ও রা জেলে গেছেন। শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে। আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা।

সেখানেই আমরা অভিযোগ জানাবো জানিয়ে দেন বিরোধী দলনেতা। বুধবার একাধিক জেলায় কোথাও স্কুলে বসে কোথাও বা চায়ের দোকানে বসে কোথাও আবার তৃণমূল কাউন্সিলর এর বাড়িতে বসে বিএলওরা ফর্ম বিলি করে বলে অভিযোগ সামনে আসে।ইতিমধ্যে উত্তরবঙ্গে এস আই আর এর কাজ খতিয়ে দেখতে বুধবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে আসেন নির্বাচন কমিশনের তিন প্রতিনিধি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ