এই মুহূর্তে

স্ত্রী-সন্তানদের SIR-এর শুনানিতে ডাক, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়ার প্রৌঢ়ের

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। একদিকে BLO-দের অতিরিক্ত কাজের অভিযোগ, অন্যদিকে দেশছাড়া হওয়ার ভয়ে আত্মঘাতী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। কিন্তু এখনও নির্বিকার দেশের নির্বাচন কমিশন। এসআইআরের ঘোষণার পর থেকেই মৃত্যুর মিছিল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেই দেশের নাগরিক হিসেবে গণ্য করা হবেনা। এই ভয়ে বেঁচে থাকার আনন্দ শিকেয় উঠেছে রাজ্যবাসীদের। আর অতিরিক্ত কাজের চাপে ঘুম উড়েছে BLO দের। অনেকেই মৃত্যুবরণ করেছে, যার জন্যে কাজের চাপকে দায়ী করা হয়েছে। এদিকে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর প্রায় ৫২ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। ভুয়ো ভোটার রোধে নির্বাচন কমিশনের এই অভিযান ইতিমধ্যেই ফ্লপ হয়ে গিয়েছে। যাদের খসড়া তালিকায় নাম নেই তাঁদের শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে। অসুস্থতা নিয়েই সেখানে যাচ্ছে তাঁরা। যার ফলে ভীত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া বিএলও-দের উপরেও অত্যধিক কাজের চাপ দেওয়া হচ্ছে। তাতেই মৃত্যুর মিছিল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।। এবার স্ত্রী-মেয়েকে SIR-এর শুনানিতে ডাকার জন্যে ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হাওড়ার আরেক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে, হাওড়ার পাঁচলা থানা এলাকায়।

স্ত্রী-মেয়ে ও ছেলেকে ডাকা হয়েছে SIR-এর শুনানিতে। সেই আতঙ্কেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতের নাম আজাদ আলি শেখ (৬০)। জানা গিয়েছে, সম্প্রতি আজাদ আলি শেখের তিন ছেলে ও এক মেয়ে শুনানির জন্যে ডাকা হয়েছিল। আজ তাঁদের শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়ার ডাক পড়ে। সেই মতো তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান। আর তখনই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধের। শুনানিতে যাওয়ার পথেই বাবার মৃত্যু সংবাদ পেয়েছেন বলে জানান ছেলে-মেয়েরা। তবে শুনানি শেষ করেই বের তাঁরা বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন। তবে এই প্রথম নয়, গতকাল SIR শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় জয়নগরের ৬৮-র নাজিমুল মোল্লার। হাসপাতাল থেকে অক্সিজেন নল গুঁজে শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে ফেরার পথেই তাঁর মৃত্যু হয়। জয়নগরের বৃদ্ধের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, ২০০২-এর তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়ে ছিলেন বছর আটষট্টির বৃদ্ধ নাজিমুল মোল্লা। অসুস্থতার জেরেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে এসআইআর-র শুনানির ডাক আসে। বাধ্য হয়ে শুনানি কেন্দ্রে হাজির হন ওই বৃদ্ধ। নাকে অক্সিজেনের নল নিয়ে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে এসেছিলেন। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা। শুনানি শেষে ফের হাসপাতালে ফিরে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। তবে শুধু সাধারণ মানুষ নয়, শুনানির জন্যে ডাক পেয়েছেন সুপারস্টার দেব, অনির্বাণ চক্রবর্তী, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি-সহ অনেকে। এই নিয়ে শাসকদল ঘনঘন প্রতিবাদ জানালেও কোনও কান দিচ্ছে না নির্বাচন কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে’‌, এসআইআর নিয়ে সরব মমতা

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে কিউট সরস্বতী

আমডাঙা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ দুই মহিলা

‘‌আমি হাতে লিখি’‌, কলকাতা বইমেলা থেকে জনতার উদ্দেশে বড় বার্তা দিলেন মমতা

ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব কাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত নির্বাচন কমিশন

বইমেলা উদ্বোধনে ছক্কা হাঁকালেন মমতা, SIR হয়রানি নিয়ে প্রকাশিত বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ