এই মুহূর্তে




রথের দিনেই সুখবর, হাজার-হাজার টাকা সস্তা হল সোনা




নিজস্ব প্রতিনিধি: রথের দিনেই সুখবর! মধ্যবিত্তের মুখে ফুটল হাসি, প্রায় ৫,৫০০ টাকা কমল সোনার দাম। সপ্তাহ কয়েক ধরে সোনার দাম লক্ষ ছুঁয়েছে। যাতে কিনা ঘুম উড়েছে সাধারণ মানুষের। কারণ অক্টোবর মাস শেষ হতেই শুরু হবে বিয়ের মরসুম। তার আগেই দোকানে দোকানে সোনার গহনা কেনার ধুম উঠবে। এই কারণেই সোনার দামের উপর নজর থাকে সকলের। সোনার দাম কমলেই গহনার দোকান গুলিতে ভিড় উপচে পড়ে। কিন্তু মাস কয়েক ধরেই সোনার দাম আকাশ ছুঁয়েছে, তাই দোকানদাররাও মাছি তাড়াচ্ছে। অবশেষে সকলের জন্যে সুখবর। এক ধাক্কায় ৫,৫০০ টাকা কমল সোনার দাম ।আসলে শেয়ার বাজার স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গেই সোনার দাম কমছে। কয়েক দিনের মধ্যে সোনা প্রায় ৫৫০০ টাকা কমেছে।

এমসিএক্সে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ থেকে ৫% বা ৫,৪৪৮ টাকা কমেছে। শুক্রবার (২৭ জুন), হলুদ ধাতুর দাম প্রতি ১০ গ্রামে ১,৪৫৭ টাকা কমে ৯৫,৬৩০ টাকায় পৌঁছেছে। সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ১,০১,০৭৮ টাকায় পৌঁছেছিল। অবশেষে শেয়ার বাজারে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হতেই প্রতি ১০ গ্রামে ৫,৫০০ টাকা কমল সোনার দাম। অন্যদিকে, রূপোও প্রতি কেজিতে ১,৯২৯ টাকা কমেছে। MCX-এ ১ কেজি রূপোর দাম প্রতি কেজি ১০৫৯৬৮ টাকা হয়েছে। কয়েকদিন আগে, এটি ১ লক্ষ ১০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।

তবে কেন সোনা ও রূপোর দাম কমল? আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইজরায়েল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার পর থেকে সোনার দাম কমতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে, পণ্য বাজার উচ্চ ছিল। তাইত সোনা ও রূপোর দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন যুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে পণ্য বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। আর সোনা ও রূপার দাম আবার কমতে শুরু করেছে। IBJA অনুসারে, আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৫,৭৮৪ টাকা হয়েছে। ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৫, ৪০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৭,৭৩৮ টাকা হয়েছে। এছাড়াও, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭১,৮৩৮ টাকা হয়েছে। অন্যদিকে ১ কেজি রূপোর দাম ১০৫,১৯৩ টাকা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

বাজারে হাজির ইয়ামাহার জনপ্রিয় বাইকের হাইব্রিড সংস্করণ, দাম মাত্র ১.৫ লক্ষ

অপেক্ষার অবসান, বুধেই বাজারে লঞ্চ হচ্ছে টিভিএসের এই জনপ্রিয় বাইক

Apple কে টেক্কা দিতে বড় প্রস্তুতি Google-এর!  আনছে নতুন অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ