এই মুহূর্তে




দেখে নিন ভারতীয় বাজারে সর্বাপেক্ষা দ্রুতগতি সম্পন্ন পাঁচটি গাড়ি




নিজস্ব প্রতিনিধি: ভারতের ইভি বাজারের ক্রমশই প্রসার ঘটছে। বর্তমানে অধিকাংশ গ্রাহকরাই গাড়ির বিভিন্ন উন্নত প্রযুক্তির পাশাপাশি গতির দিকেও বিশেষ নজর দিচ্ছেন। সেই চাহিদা অনুসারে কিছু mass-market বৈদ্যুতিক গাড়ি অবিশ্বাস্য পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছে। ইতোমধ্যে ভারতের রাস্তায় টেস্ট করা হয়েছে সবচেয়ে দ্রুতগামী পাঁচটি mass-market ইলেকট্রিক গাড়ি, আর তাদের টপ-স্পিড ও অ্যাক্সিলারেশন রেজাল্ট যথেষ্ট চমকপ্রদ। চলুন জেনে নেওয়া যাক এই ৫টি ইভি সম্পর্কে, যারা দ্রুতগতি আর শক্তিশালী পারফরম্যান্সের দিক থেকে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে।

প্রথমেই রয়েছে BYD Seal, যা ০-১০০ কিমি/ঘণ্টা তে পৌঁছাতে সময় নেয় মাত্র ৩.৮ সেকেন্ড। এর ৫২৩bhp পাওয়ার ও অল-হুইল ড্রাইভ সেটআপ এই গাড়িটিকে ভারতের দ্রুততম mass-market ইভি বানিয়েছে। এর 82.5kWh ব্যাটারি থেকে ৬৫০ কিমির বেশি রেঞ্জও পাওয়া যায়।

দ্বিতীয় স্থানে রয়েছে Hyundai Ioniq 5, যা ০-১০০ কিমি/ঘণ্টা স্প্রিন্ট শেষ করে মাত্র ৫.১ সেকেন্ডে । ২১৭bhp মোটর এবং 72.6kWh ব্যাটারি সমৃদ্ধ এই ইভি রিয়ার-হুইল ড্রাইভ আর্কিটেকচার ব্যবহার করে, যা পারফরম্যান্স আর স্থিতিশীলতার দারুণ সমন্বয়।

তৃতীয় স্থানে আছে Kia EV6, যেটি ০-১০০ কিমি/ঘণ্টা স্পিডে পৌঁছায় ৫.২ সেকেন্ডে। এর 77.4kWh ব্যাটারি এবং ৩২৫bhp শক্তি বিশিষ্ট ডুয়াল-মোটর সেটআপ এটিকে আক্রমণাত্মক পারফরম্যান্স ও ৫০০ কিমি রেঞ্জের মিশ্রণ করেছে।

চতুর্থ স্থানে আছে Mahindra BE 6, যা ০-১০০ কিমি/ঘণ্টা যেতে সময় নেয় মাত্র ৭.১ সেকেন্ড। Mahindra-র এই বৈদ্যুতিক SUV মডেল BE সিরিজের অন্যতম আকর্ষণ, যা BE ব্লকের ডিজাইন ফিলোসফি আর উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে MG ZS EV (নিউ জেনারেশন), যা ০-১০০ কিমি/ঘণ্টা সময় নেয় প্রায় ৮.৫ সেকেন্ড। যদিও পারফরম্যান্সের দিক থেকে উপরের মডেলগুলোর চেয়ে একটু পিছিয়ে, তবে 50.3kWh ব্যাটারি, ১৭৬bhp শক্তি এবং ৪৬১ কিমি রেঞ্জ এটিকে সবচেয়ে ব্যালান্সড mass-market ইভি গাড়ির মধ্যে একটি করে তুলেছে।

এই ইভিগুলি শুধু দ্রুতগতি নয়, বরং আধুনিক প্রযুক্তি, আরামদায়ক কেবিন এবং দীর্ঘ রেঞ্জের সমন্বয়ে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভারতের সাধারণ গ্রাহকদের মধ্যে ইভির চাহিদা বাড়িয়ে তুলতে এই দ্রুতগামী mass-market ইভিগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

বাজারে হাজির ইয়ামাহার জনপ্রিয় বাইকের হাইব্রিড সংস্করণ, দাম মাত্র ১.৫ লক্ষ

অপেক্ষার অবসান, বুধেই বাজারে লঞ্চ হচ্ছে টিভিএসের এই জনপ্রিয় বাইক

Apple কে টেক্কা দিতে বড় প্রস্তুতি Google-এর!  আনছে নতুন অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ