এই মুহূর্তে




কাগজে বিজ্ঞাপন দিয়েই মৌবনীর বিয়ে, বাকি মেয়েদের পাত্রের সন্ধান কী পেলেন জাদুকর?

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়ে গেল জাদু সম্রাট পি সি সরকারের মেজো মেয়ে মৌবনী সরকারের। তাঁর বিয়ে উপলক্ষ্যে ইন্দ্রজাল পরিবারে সপ্তাহ জুড়ে চলেছে উৎসব। চন্দননগরের আইটি অ্যানালিটিস্ট সৌম্য রায়ের গলায় মালা পরিয়েছেন মৌবনী। জানা যায়, গত বছর তিন কন্যার জন্যই পাত্রের খোঁজে কাগজে বিজ্ঞাপণ দিয়েছিলেন জাদুকর পিসি সরকার (জুনিয়র)। যাতে লেখা ছিল, তাঁর কন্যাদের জন্যে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ উপযুক্ত, সুদর্শন দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চান। আর এতেই সমস্যা!

বিজ্ঞাপনের প্রেক্ষিতে শুধুমাত্র জাদুকরের মেজো মেয়ের বিয়ে হল। তবে বড় মেয়ে মানেকা ও ছোট মেয়ে মুমতাজের জন্যে এখনও সুপাত্রের খোঁজ করছেন পিসি সরকার। তবে এতে নাকি বাধা আসছে। কেননা ধর্ম-জাতির ভেদাভেদ মানে না সরকার পরিবার, অর্থাৎ তাঁর মেয়েদের জন্যে সুপাত্র হিন্দুও হতে পারে, আবার অন্য ধর্মেরও হতে পারে। এখনও পর্যন্ত জাদু দম্পতি তাঁর বাকি দুই মেয়ের জন্যে পাত্র খুঁজছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সকলে আধুনিক মানুষ। শিক্ষিত। কিন্তু এখনও জাতি ধর্ম বর্ণ নিয়ে পরে আছি। আমি ম্যাজিকের মাধ্যমে নিজেকে প্রকাশ করার চেষ্টা করি। আমি চাই সমাজেও এমন কিছু ঘটুক। এই জাতপাতের সমস্যাটা আমার বাবারও হয়েছিল। অনেকেই সেই সময় বাবাকে বলেছিলেন, সরকার পদবি বলে আমরা নাকি অনেক নিচু। আমি জানিনা সমাজে আসলে কে উঁচু কে নিচু। আমরা দেব সরকার। তা নিয়ে আমাদের কোনও আদিখ্যেতা নেই। শুধু ভাল পাত্র চাই। মেজ মেয়ের পাত্র পছন্দ হওয়ার পরে অনেকদিন নিভৃতে সময় কাটিয়েছেন। দুজনকে চিনেছেন।

হ্যাঁ, এই পরামর্শ আমিই দিয়েছিলাম। তবে আমার ছোট মেয়ে মুমতাজ বেশ লম্বা, এমন উচ্চতার বাঙালি ছেলে পাওয়া কঠিন। তাই কিছু পাত্র পছন্দ হলেও উচ্চতা নিয়ে সমস্যা হচ্ছে। পাশাপাশি পাত্রকে স্পষ্টবাদী হতে হবে। অন্য দিকে, আমার বড় মেয়ে অসম্ভব যুক্তিবাদী, তবে ঈশ্বরবিশ্বাসী মানুষ। তাই ওর জন্যে তাঁকে বোঝার মতো পাত্র চাই। তবে আমার মনে হয়, পাত্রপাত্রীর বিজ্ঞাপনে যেদিন থেকে নির্দিষ্ট বর্ণ বা জাতের উল্লেখ করে পাত্রপাত্রী খোঁজা বন্ধ হবে, সেদিনই সমাজ শুধরে যাবে। আপাতত মেজো মেয়ের সুপাত্র পেয়ে আমরা খুব খুশি। বাকি মেয়েদের পাত্রের খোঁজ চলছে, পেলে আবারও সরকার বাড়িতে সানাই বাজবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়ায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক

হাবড়াতে বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে নিয়ে এসে গ্রেফতার যুবক

আধার ও ভোটার কার্ড জাল করে অন্যকে বাবা-মা সাজিয়ে SIR ফর্ম পূরণ ,অভিযোগ বিডিওর কাছে

হুমায়ুনের ‘বাবরি মসজিদ’ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লা

‘‌উন্নয়নের পাঁচালি’‌ দিয়ে মুখ্যমন্ত্রী গড়ে দিলেন ১০ পর্যবেক্ষকের বাহিনী, নেপথ্য কারণ কী?‌

৩ দিনের জেলা সফরে বহরমপুর পৌঁছলেন মমতা, বুধবার গাজোলে সভা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ