এই মুহূর্তে

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

নিজস্ব প্রতিনিধি: ম্রুণাল-ধনুশের বিয়ের খবর ভিত্তিহীন বলে ওড়ালেন তারকা যুগলের টিম। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার বিয়ের আগেই চার হাত এক হবে দক্ষিণের গুজব দম্পতি ধনুশ এবং ম্রুণাল ঠাকুরের! শুক্রবার (১৬ জানুয়ারি) দিনভর সংবাদের শিরোনামে ছিল মেগাস্টার রজনী কান্তের জামাইয়ের দ্বিতীয় বিয়ে। গুজব, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই ম্রুণালের গলায় মালা দেবেন ধনুশ। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাঁদের বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ অতিথিরা থাকবেন। বিষয়টি ভক্তদের ভাবিয়ে তুলে ছিল। ধনুশ-ম্রুণালের সম্পর্কের গুজব শুরু হয়েছিল গতবছর অগস্ট থেকে। যখন ম্রুণালের ‘সন অফ সর্দার 2’-এর প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ধনুশ এবং ধনুশের ‘তেরে ইশক মে’ ছবির প্রচার ইভেন্টে ম্রুণাল উপস্থিত হয়েছিলেন। একে অপরের প্রতি তাঁদের মাখোমাখো রসায়ন সকলকে অবাক করে দিয়েছিল।

কেননা এর আগে ধনুশ রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিবাহিত ছিলেন। তাঁদের দুটি ছেলেও আছে। কিন্তু ২০২২ সালে তাঁরা যৌথভাবে ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন। কিন্তু ম্রুণালের সঙ্গে প্রেম তাঁর বেশিদিনের নয়। যাই হোক, সারাদিন গুজব চলার পর অবশেষে এই বিষয়ে একটি আপডেট এসেছে। তারকা যুগলের টিম তাঁদের বিয়ের বিষয়টি ভ্রান্ত এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের বিয়ের খবর তামিল, তেলেগু এবং হিন্দি চলচ্চিত্র শিল্পে একটি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু ধনুশের এক ঘনিষ্ঠ, ম্রুণালের সঙ্গে বিয়ের খবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন খবর।  দয়া করে এতে বিশ্বাস করবেন না।’ যদিও গতবছর ধনুশের সঙ্গে প্রেমের বিষয়টি ভাইরাল হতেই ম্রুণাল একটি পোস্টে জানিয়ে দিয়ে ছিলেন যে, ‘ধনুশ আমার একজন ভাল বন্ধু। “সন অফ সর্দার ২” অনুষ্ঠানে ধনুশকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন অজয় ​​দেবগণই।’ তবে এরপরেও তাঁদের প্রেমের সম্পর্ক ভাইরাল হয়েছিল। কিন্তু কেউই এই বিষয়টি নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ