এই মুহূর্তে




খালেদার দলের ২৩৭ প্রার্থীর মধ্যে হিন্দু মাত্র ২ জন, মুক্তিযুদ্ধের পক্ষে সরব হওয়ায় নাম নেই রুমিন ফারহানার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোট নির্ঘণ্ট ঘোষণার আগেই সোমবার (৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিএনপি। ঘোষিত তালিকা অনুযায়ী, তিন আসন থেকে লড়বেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই তিন আসন হল- বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবর লড়বেন নেত্রকোনা-৪ থেকে।  গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন এস এম জিলানী। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের প্রাক্তন  সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩৭ আসনের প্রার্থী তালিকায় মাত্র চার সংখ্যালঘুর নাম রয়েছে। তার মধ্যে দুজন হিন্দু, একজন বৌদ্ধ ও একজন খ্রিস্টান ধর্মাবলম্বী।

বিএনপির প্রার্থী তালিকায় যে দুজন হিন্দু নেতার নাম রয়েছে তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলের বর্ষীয়ান নেতা নিতাই রায় চৌধুরী। সম্পর্কে আবার দু’জনে বেয়াই। এর মধ্যে মাগুরা-২ আসন থেকে লড়ছেন নিতাই রায়চৌধুরী আর ঢাকা-৩ আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়। দুজনেই আগে বিএনপির সাংসদ ও মন্ত্রী ছিলেন। এই দুজন ছাড়া আরও দুই সংখ্যালঘু প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন রাঙ্গামাটি থেকে দীপেন দেওয়ান ও বান্দরবান থেকে সাংচি প্রু। এর মধ্যে শেষের জন্য বোমাং রাজা। যার বাবা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হয়ে কাজ করেছিলেন।

অন্যদিকে, শেখ হাসিনা জমানার অবসানের পরে যখন ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে দিতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছে মোল্লা ইউনূস ও রাজাকার পন্থী জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতারা, তখন বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে সরব হয়েছিলেন। আর তার মূল্য চোকাতে হয়েছে। বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে দলের পক্ষ থেকে ৪টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আগামী ডিসেম্বর মাসেই ভোট নির্ঘণ্ট ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। দীর্ঘদিন বাদে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারেই ভোট নেওয়া হবে। যদিও পাকিস্তানপ্রেমী হিসাবে পরিচিত জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে হুঙ্কার ছাড়া হয়েছে, ‘আগে জুলাই সনদ নিয়ে গণভোট করতে হবে। পরে জাতীয় সংসদ নির্বাচন।’ যদিও তদারকি সরকারের তরফে পাল্টা হুঙ্কার ছাড়া হয়েছে, ‘ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই। কোনও শক্তি তা বানচাল করতে পারবে না।’

গণভোট নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ যখন চড়ছে ঠিক তখনই আচমকা ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এদিন দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আরব আমিরাত

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ