-273ºc,
Friday, 2nd June, 2023 4:52 am
নিজস্ব প্রতিনিধি: খুব বেশি দেরি নেই ইদের। তাঁর আগেই বড়সড় সুখবর। কমল রান্নার গ্যাসের দাম। ১২ কেজি এলপিজি’র (LPG) দাম ১ হাজার ৪২২টাকা থেকে কমল। নতুন দাম ১ হাজার ১৭৮ টাকা। মানে দাম কমল ২৪৪ টাকা।
রবিবার থেকেই কার্যকর হচ্ছে এই দাম। এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান নুরুল আমিন। আর চলতি মাসে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৫৪ টাকা ৯০ পয়সা ধার্য করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বলা হয়, প্রতি কেজি এলপিজি’র দাম হবে ৯৮ টাকা ১৭ পয়সা। আরও বলা হয়েছে, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল সরবরাহকৃত এলপিজির দাম প্রতি কেজিতে ৯৪ টাকা ৯৪ পয়সা। আর গ্যাসীয় অবস্থায় মূল্য ০.২১১০ টাকা।
তবে অভিযোগও উঠছে। অনেক ক্রেতার দাবি, নির্ধারিত মূল্যে বিক্রেতারা গ্যাস বিক্রি না করে বেশি টাকা দাবি করছে। এই প্রসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে বলা হয়, নির্দিষ্ট অভিযোগ পেলে ওই সমস্ত অসাধু বিক্রেতাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।