এই মুহূর্তে

ইসকন সদস্যদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি মোল্লা ইউনূস সরকারের, বেনাপোল আটকে দেওয়া হল ৫৪ জনকে

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: হিন্দু নির্যাতনে নখদাঁত বের করে ঝাঁপাল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা ইউনূসের সরকার। চট্টগ্রামের পূণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী-সহ একাধিক ইসকন সদস্যদের মিথ্যা মামলায় গ্রেফতারের পরে এবার ইসকন সদস্যদের দেশত্যাগের উপরে জারি করল নিষেধাজ্ঞা। আর ওই নিষেধাজ্ঞার কারণে গতকাল শনিবার (৩০ নভেম্বর) বেনাপোল সীমান্তে ইসকনের ৫৪ সদস্যকে আটক করে অভিবাসন দফতর। টানা ২৪ ঘন্টা আটকে রেখে হেনস্থার পরে রবিবার (১ ডিসেম্বর) সকালে ইসকন সদস্যদের জানিয়ে দেওয়া হয়, সরকার তাদের দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। তাই ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। বাধা পেয়ে ফিরে যান ওই ৫৪ ইসকন সদস্য। ওই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। এমন সিদ্ধান্ত ধর্মীয় এবং মৌলিক অধিকারের পক্ষে হস্তক্ষেপ বলে দাবি করেছেন আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা।

শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বেলাগাম হিন্দু নির্যাতন। গত তিন মাসের বেশি সময় ধরে চলছে হিন্দু মেয়েদের ধর্ষণ, মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়ি-ঘর ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় গত সোমবার (২৫ নভেম্বর) রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে গ্রেফতার করা হয় চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ তথা সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। ওই গ্রেফতারির নিন্দায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ভারত-সহ একাধিক দেশের পক্ষে অবিলম্বে হিন্দু নির্যাতন বন্ধ করে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। ওই দাবিতে কর্ণপাত না করে বরং দ্বিগুণ উ‍ৎসাহ নিয়ে হিন্দু নিধন যজ্ঞে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিতে শুরু করেছে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। যশোর-খুলনা, রংপুর, চট্টগ্রাম-সহ বিভিন্ন জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যরা হিন্দুদের হুমকি দিয়ে বলছেন, ‘মা-বোনের ইজ্জত রক্ষা করতে চাইলে এবং প্রাণে বাঁচতে হলে দেশ ছাড় অবিলম্বে। নাহলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো দশা করব।’ একদিকে যখন পুলিশ ও সেনাবাহিনী গিয়ে বাড়ি-বাড়ি গিয়ে হিন্দুদের হুমকি দিচ্ছে, ঠিক তখনই ইসকন সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। ভারতে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শনিবার র বেনাপোল সীমান্তে হাজির হয়েছিলেন ইসকনের ৫৪ সদস্য। অধিকাংশই প্রৌঢ় ও বৃদ্ধ। কিন্তু ২৪ ঘন্টার বেশি তাঁদের আটকে রেখে চরম হেনস্থা করেন অভিবাসন দফতরের আধিকারিকরা। রবিবার সকাল ১০টা নাগাদ জানিয়ে দেওয়া হয়, উপর মহলের নির্দেশে তাদের ভারতে ঢুকতে দেওয়া যাচ্ছে না। হতাশ হয়েই ওই ৫৪ ইসকন সদস্য ফিরে যান। ভিসা থাকা সত্বেও কেন ইসকন সদস্যদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হল না জানতে চাওয়া হলে বেনাপোল স্থল বন্দরের অভিবাসন দফতরের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূইয়া বলেন, স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ এসেছে, ইসকনের কোনও সদস্য যেন দেশত্যাগ করতে না পারেন। সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। কেননা, ইসকনের যে ৫৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে তাদের গতিবিধি সন্দেহজনক বলে মনে হচ্ছে। ভারতে ঢোকার অনুমতি না পেয়ে হতাশ যশোর ইসকনের সদস্য সৌরভ তপন্দার চেলি। খানিকটা হতাশাজনিত কণ্ঠে তিনি বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু অনুমতি নেই জানিয়ে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিন্দুকদের মুখে ছাই ঢেলে হানিমুনে চুটিয়ে রোমান্স তাহসান-রোজার, ছবি ভাইরাল

বাংলাদেশে ফের সেনার বিশেষ ক্ষমতা বাড়ল ৬০ দিন, মিলল গুলি চালানোর অধিকার

দিল্লিকে লাল চোখ ঢাকার, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

‘বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মর্গে ৮ ভারতীয় বন্দির দেহ, তালিকায় বাংলার ১

‘সিরাজগঞ্জে ১৫ পুলিশ কর্মীকে আমরাই খুন করেছি’, ৫ মাস বাদে দায় স্বীকার বিএনপি নেতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর