27ºc, Rain
Sunday, 14th August, 2022 11:17 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক মাস ধরেই বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে। উল্টে জ্বালানি সঙ্কট তুঙ্গে। সেই সঙ্গে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমতে শুরু করেছে। বৈদেশিক ঋণের পরিমাণ লাগাতার বেড়ে চলেছে। ফলে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিলেন, শ্রীলঙ্কার মতো ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারে বাংলাদেশ। বৃহস্পতিবার সেই উদ্বেগ দূর করে আশার কথা শোনাল বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটি সংস্থা মুডি’স। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক চাপের মুখে থাকলেও বাংলাদেশের দশা শ্রীলঙ্কার মতো হওয়ার সম্ভাবনা কম। দ্বীপরাষ্ট্রের মতো ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
করোনাভাইরাসের (Coronavirus) বেনজির তাণ্ডব এবং ইউক্রেন-রুশ (Ukraine-Russia) যুদ্ধের জোড়া ফলায় বিদ্ধ বিশ্ব অর্থনীতি। কার্যত একাধিক দেশ ভয়াবহ আর্থিক মন্দার মুখে পড়েছে। বিশেষ করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলি অর্থাৎ শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan), আফগানিস্তান (Afghanistan) ভয়াবহ সঙ্কটের মুখে রয়েছে। ১৯৪৮ সালের পরে প্রথমবারের মতো নিজেদের আর্থিক দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে শ্রীলঙ্কা। পাকিস্তান ও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্রমশই তলানিতে ঠেকছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বছর আগে যেখানে ছিল ৪৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তা গত ২০ জুলাই কমে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে। ফলে অনেকেই আশঙ্কা করছেন শ্রীলঙ্কার মতো চরম দুর্দশায় পড়তে পারে বাংলাদেশ ও পাকিস্তান।
এদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ‘ব্লুমবার্গ’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’স মনে করছে, বাংলাদেশের অর্থনীতির উপরে চাপ তৈরি হলেও শ্রীলঙ্কার (Sri Lanka) মতো সঙ্কটের ঝুঁকি কম। মুডি’সের বিশ্লেষক ক্যামিল চৌটার্ডের (Camille Chautard) কথায়, ‘যদিও বাংলাদেশের (Bangladesh) বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কমেছে। তার কারণ আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। কিন্তু বাহ্যিক দুর্বলতার সূচকে ঝুঁকি কম।’