-273ºc,
Friday, 9th June, 2023 4:27 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শনিবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত জনপ্রিয় গায়ক নোবেল। বাংলাদেশের তরুণ গায়কদের মধ্যে অন্যতম নোবেল এবং বিতর্কিতও। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কারণে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে উঠছে নোবেলের নাম। কখনও রবীন্দ্র-নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আবার কখনও মদ খেয়ে মঞ্চে উঠে মাতলামি করার জন্যে শিরোনামে হচ্ছেন নোবেল। আবার কখনও স্ত্রীকে মারধর করার কারণেও আইনি বিপাকে পড়েছিলেন নোবেল। তবে এবার তিনি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন। পুলিশ সূত্রের খবর, একটি বিদ্যালয়ে পুণর্মিলনী অনুষ্ঠানের জন্যে আগাম ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েও তিনি অনুষ্ঠান করতে যাননি, পুরো টাকাটা আত্মসাৎ করেছেন নোবেল। এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নোবেলকে। আজ আদালতে তোলা হয়েছে গায়ক মাইনুল আহসান নোবেলকে।
সোমবার (২২ মে) দুপুর ১২টা নাগাদ মামলার তদন্তকারী কর্মকর্তা নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে নোবেলের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেছেন। এই মুহূর্তে নোবেল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতে রয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে নোবেলের। গত ২০ মে আদালত জামিনের আবেদন খারিজ করে তাঁকে একদিনের জন্যে পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেয়।
গত ১৬ মে নোবেলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এরপর ১৭ মে আদালত এই মামলার নথি গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের একটি উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী আয়োজন করা হয়েছিল। যেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইনুল আহসান নোবেলের গান গাওয়ার জন্যে ১ লাখ ৭২ হাজার টাকার চুক্তি করেন। প্রথমে তাঁকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়, এরপর গত ১৪ এপ্রিল এক লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত টাকা আত্মসাৎ করে নোবেল আর অনুষ্ঠানে যায়নি।