17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:13 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকারের পতনের দাবিতে আগামী শনিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি। ওই সমাবেশ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। বড় ধরনের অশান্তির আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর ওই অশান্তির আশঙ্কায় ঢাকায় অবস্থানরত নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে সতর্ক করে দিল ব্রিটিশ দূতাবাস।
মঙ্গলবার নিজ দেশের নাগরিকদের উদ্দেশে জারি করা ট্র্যাভেল অ্যাডভাইজরিতে ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক মিছিল ও সমাবেশের জায়গা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজন না হলে যেন বাইরে অযথা ঘোরাঘুরি না করা হয়। কোনও সমস্যা কিংবা বিপদের মুখোমুখি হলে পুলিশ কিংবা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় মহাসমাবেশ করার ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি। ইতিমধ্যেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছেন দলের নেতারা। যদিও ব্যস্তবহুল রাস্তায় সমাবেশের অনুমতি দিলে রাজধানী স্তব্ধ হয়ে পড়তে পারে আশঙ্কা করে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে রাজি নয় খালেদা জিয়ার দল। নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। ইতিমধ্যেই শাসকদল আওয়ামী লীগের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, সমাবেশের নামে কোনও অশান্তি পাকালে যোগ্য জবাব দেওয়া হবে। আর দুই পক্ষের এমন রণংদেহী মনোভাবের ফলে শনিবার রাজধানী রণক্ষেত্রের চেহারা নিতে পারে।