এই মুহূর্তে




স্বস্তি কুণাল কামরার, ৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল মাদ্রাজ হাইকোর্ট




নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে ‘গদ্দার’ মন্তব্য করে রীতিমতো জাঁতাকলে পিষছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। রীতিমতো সাঁড়াশি নিয়ে তাঁর পেছনে পড়ে রয়েছেন শিবসেনার দলবল। পাশাপাশি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশেরও কট্টর নজরে পড়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তাঁকে দু’বার তলব করেছে মুম্বই পুলিশ। ৩১ মার্চ হাজির হওয়ার কথা অভিনেতার। তার আগেই গ্রেফতারের বিরোধিতা করে আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কুণাল। অবশেষে মিলল স্বস্তি! ২৮ মার্চ শুক্রবার কৌতুক অভিনেতাকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিল মাদ্রাজ হাইকোর্ট। আগামী ৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেলেন অভিনেতা। যদিও তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিনেতা যেহেতু তামিল নাড়ুর বাসিন্দা, তাই তিনি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এবং একদিনেই বিচার বিবেচনা করে কামরার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। একটি প্রতিবেদন অনুযায়ী, স্ট্যান্ডআপ কমেডিয়ানের আইনজীবী ভি. সুরেশ, কামরার নতুন স্ট্যান্ড-আপ ভিডিও, ‘নয়া ভারত’ প্রকাশের পর একাধিক মৃত্যুর হুমকি পাওয়ার কথা উল্লেখ করে জরুরি ত্রাণ প্রার্থনা করেন।

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

গত সপ্তাহে কামরার তাঁর ইনস্টাগ্রামে নতুন স্ট্যান্ড-আপ ভিডিও প্রকাশ করেছিলেন। মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে ‘নয়া ভারত’ নামক একটি শোয়ে পারফর্ম করেছিলেন কুণাল কামরা। সেখানেই তিনি ‘দিল তো পাগল হ্যায়’-এর ভোলি সি সুরত, গানের আদলে একটি প্যারোডি রচনা করেছিলেন। সেখানেই রসিকতা করে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের চলনবলন, কথাবার্তা এবং তাঁর বিরুদ্ধে নানারকম মন্তব্য করেন অভিনেতা। যদিও সবটাই তাঁর নাম না করে। শেষে উপমুখ্যমন্ত্রীকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই একেবারে কোমরে গামছা বেঁধে মাঠে নামেন একনাথ শিন্দের দলীয় লোকজন। রবিবার রাতে অভিনেতার হ্যাবিট্যাট স্টুডিওতে তাণ্ডব চালায় শিবসেনা কর্মীরা। এবং স্টুডিওর একাংশ ভেঙে ফেলে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর থেকেই দেশজুড়ে কুণাল কামরার বিরোধিতা করছেন লোকজন। আর সেই সুযোগেই কুণাল কামরার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে FIR দায়ের করেন বিজেপির নেতৃবৃন্দ। যদিও হাল ছাড়ার পাত্র নন কুণাল কামরা।

তিনি এই মূহুর্তে মুম্বইতে না থাকলেও তামিলনাড়ুতে থেকেই কখনও শিবসেনাকে কটাক্ষ করে আবার কখনও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করে প্যারোডি ভিডিও শেয়ার করেই চলেছেন। এবং নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, একনাথ শিন্ডেকে অপমান করার জন্যে বিরোধী দলগুলির থেকে পারিশ্রমিক নিয়েছেন কুণাল কামরা। এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। পাল্টা জানিয়েছেন, তাঁর ব্যাংকের সমস্ত লেনদেন পুলিশ যেন পরীক্ষা করে। প্রথমে শিবসেনা বিধায়ক মুরাজি প্যাটেল কুণাল কামরার বিরুদ্ধে ধারা মানহানির মামলা করেন। এরপর এফআইআরটি মুম্বইয়ের খার থানায় স্থানান্তরিত করা হয়। এরপর তাঁকে তলব করা হয়। সেই প্রেক্ষিতে আগাম জামানের আবেদন করলে অবশেষে গ্রেফতারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত স্বস্তি পান কুণাল কামরা। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কামরা বলেছিলেন, “একটি বিনোদন স্থান কেবল একটি প্ল্যাটফর্ম। সব ধরণের অনুষ্ঠানের জন্য একটি স্থান। হ্যাবিট্যাট (বা অন্য কোনও স্থান) আমার কমেডির জন্য দায়ী নয়, এবং আমি যা বলি বা করি তার উপর এর কোনও ক্ষমতা বা নিয়ন্ত্রণ নেই।” তবে এই ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন জয়া বচ্চন, উদ্ধব ঠাকরে সহ অনেকেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২২ ঘণ্টা হেঁটে বৈসরনে পৌঁছেছিল জঙ্গিরা, তদন্তে বিস্ফোরক তথ্য

‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

পহেলগাঁওকাণ্ড: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, বাণিজ্যিক সম্পর্ক ছেদের ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর