নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাজারো চেষ্টা সত্বেও ভোট বাজারে অর্থ শক্তির রমরমা রোখা যাচ্ছে না। ভোটারদের ‘ঘুষ’ দিতে রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে নির্দল প্রার্থীরা দু’হাতে অর্থ ছড়িয়ে চলেছে। ভোটমুখী ৫ রাজ্যে এখনও পর্যন্ত মদ, উপহার সামগ্রী, নগদ মিলিয়ে ১,৭৬০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার এক প্রেস বিবৃতিতে ওই বিপুল পরিমাণ অর্থ ও সামগ্রী উদ্ধারের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
ইতমধ্যেই মিজোরাম, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ বিধানসভার ভোট পর্ব চুকে গিয়েছে। আগামী ২৫ নভেম্বর ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় ভোট নেওয়া হবে। ৩০ নভেম্বর ভোট নেওয়া হবে তেলঙ্গানায়। আগামী ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হবে। ভোটে যাতে অর্থ শক্তির ব্যবহার না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। কিন্তু কার্যত কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো হয়েই রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ বছর আগে ২০১৮ সালে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা ও মিজোরামে ভোটের সময়ে মোট ২৩৯.১৫ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এ বছর ১,৭৬০ কোটি টাকা বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ পাঁচ বছর আগের তুলনায় ৭ গুণ বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মধ্যে মদ, বিভিন্ন বাসনপত্র, মাদকও রয়েছে।