21ºc, Haze
Wednesday, 1st February, 2023 11:15 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে পদার্পণ করলেন আসন্ন সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহা আল সিসি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। ছিলেন মন্ত্রকের পদস্থকর্তারা। দিল্লিস্থিত মিশর দূতাবাসের বেশ কয়েকজন পদস্থকর্তাও ছিলেন বিমানবন্দরে। আলসিসির দিল্লি পৌঁছনর খবর টুইট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। প্রেসিডেন্টের সঙ্গে এসেছে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি সইয়ের কথা রয়েছে।
আলসিসি এর আগেও ভারত সফরে এসেছিলেন। প্রথম ২০১৫-তে। দ্বিতীয়বার পরের বছর। ২০১৫-তে ভারতে আয়োজিত হয়েছিল ভারত-আফ্রিকা সম্মেলন। সেই সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন। আর পরের বছর এসেছিলেন রাষ্ট্রীয় সফরে। বুধবার রাষ্ট্রপতিভবনে মিশরের প্রেসিডেন্টকে দেওয়া হবে গার্ড অব অনার। তাঁর সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এবারের সাধারণ তন্ত্র দিবসে দিল্লির রেডরোডের কুচকাওয়াজে অংশ নেবে মিশর সেনাবাহিনীর একটি ইউনিট। ইউনিটের সদস্য ১২০। তারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মহড়া দেওয়া শুরু করেছে। কাল ২৫ জানুয়ারি চূড়ান্ত মহড়া। পরে দিন সকাল সাড়ে ১০টা থেকে বিজয় চকে শুরু হবে কুচকাওয়াজ। অতিমারী পর্বে খুব সংক্ষিপ্ত আকারে কুচকাওয়াজের আয়োজন করা হয়। ফলে, এবারে যে ভীড় উপচে পড়বে তা বলাই বাহল্য।
সাধারণতন্ত্র দিবসের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজধানী নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মিশর সেনা, নৌ কন্টিনজেন্টের নেতৃত্বে মহিলা কম্যান্ড্যান্ট