এই মুহূর্তে




সোনার সঙ্গে জোর টক্কর, দেড় লাখ ছাড়াল রুপোর কেজি

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে আমজনতাকে দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে সোনা আর রুপো। হলুদ ধাতুর দাম দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। ফলে অনেকেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সোনার জায়গায় রুপোর গয়নার দিকে ঝুঁকছিলেন। কিন্তু বুধবার জোর ধাক্কা খেলেন তাঁরা। এদিন রুপোর দাম প্রথমবারের মতো দেড় লাখের গণ্ডি পেরোল। আগামী ১০ অক্টোবর অবাঙালি বিশেষ করে উত্তর ভারতের বাসিন্দাদের কাছে বিশেষ উ‍ৎসব করবা চৌথ। স্ত্রীকে উপহার দেওয়ার জন্য যারা বিকল্প হিসাবে রুপোর গয়না কেনার কথা ভেবেছিলেন, তাদের মাথায় হাত।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এক কেজি রুপোর দাম ছিল ১লক্ষ ৪৯ হাজার ৪৩৮ টাকা। অর্থা‍ৎ প্রতি ১০ গ্রাম রুপোর দাম ছিল ১৪৯৪.৩৮ টাকা। এদিন এক ধাক্কায় প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ২৬২ টাকা। অর্থা‍ৎ দেড় লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে রুপোর কেজি। বাজার বন্ধের সময়ে প্রতি কেজি রুপোর দাম ছিল এক লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, হলুদ ধাতুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।

গতকাল মঙ্গলবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ১,১৯,৯৮০ টাকা। এদিন ২ হাজার ১০৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ২২ হাজার ৮৯ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, উ‍ৎসবের মরসুমে সোনা-রুপোর চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দুই ধাতু খেল দেখাতে শুরু করেছে। সামনে বিয়ের মরসুম। ফলে দাম আরও চড়তে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লঞ্চ হল X Chat, তবে কি WhatsApp-এর দিন শেষ?

আপগ্রেডের চমক! আসছে Redmi 15C, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ